Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলারির আরও তথ্য ফাঁসের হুমকি দিল উইকিলিকস

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ঢালাও ব্যক্তিগত নথি ফাঁসের অভিযোগে বিশ্বজুড়ে হতাশা-উদ্বেগ আর বিতর্কের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের আরও বেশকিছু তথ্য ফাঁস করার প্রতিশ্রুতি দিয়েছেন উইকিলিক্সের প্রধান সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ। এদিকে হিলারির ইমেইল ফাঁসের ব্যাপারে বুধবারের হুঁশিয়ারিতে অ্যাসাঞ্জ বলেন, আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তা নির্ভর করে জনগণ এবং সংবাদমাধ্যমের ওপর এর প্রভাব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ডেমোক্রেটিক পার্টি ও সউদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথি প্রকাশ করে আলোড়ন তুলেছে উইকিলিকস। গত বুধবার রাতে আবারও অ্যাসাঞ্জ হুমকি দেন হিলারি ক্লিনটনের এমন কিছু গোপন মেইল তারা প্রকাশ করবেন, যা প্রেসিডেন্ট নির্বাচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। তবে অ্যাসাঞ্জ যখন হিলারির ভূমিকা উন্মোচন করতে যাচ্ছেন তখন তিনি নিজেই প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ তার উইকিলিকস। বিশ্ববাসীর বস্তুগতভাবে অস্তিত্বহীন আদালতে তার হাজিরা নির্ধারিত হয়েছে! তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি (দ্য অ্যাসোসিয়েটেড প্রেস)। তাদের অনুসন্ধানে দাবি করা হয়েছে, সউদি সরকারের যে তথ্যগুলো ঢালাওভাবে উইকিলিকস ফাঁস করেছে, তাতে শত শত মানুষের ব্যক্তিগত তথ্যও রয়েছে। ব্যক্তিগত এসব তথ্যের মধ্যে রয়েছে অসুস্থ শিশু, ধর্ষণের শিকার নারী ও মানসিক রোগীরা। ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে উড়িয়ে দিয়েছে উইকিলিকস। পাশাপাশি হুমকি দিয়েছে, হিলারির আরও বেশকিছু তথ্য ফাঁস করবেন তারা। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে নির্বাসনে থাকা অ্যাসাঞ্জ গত বুধবার রাতে মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সামনে হিলারির আরও তথ্য ফাঁস করা হবে, যার বিশেষ প্রভাব পড়বে আগামী নির্বাচনে। অ্যাসাঞ্জ বলেন, আমাদের কাছে প্রচুর তথ্য আছে, হাজার হাজার পৃষ্ঠার তথ্য। পলিটিকো, ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারির আরও তথ্য ফাঁসের হুমকি দিল উইকিলিকস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ