Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অগ্নিকান্ড নিহত ২

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অগ্নিকা-ে দু’জনের মৃত্যু হয়েছে। মামনি হাজরা এবং উজ্জ্বলা হাজরা নামে দু’জনেরই মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে। মামনি ওই হাসপাতালেরই সেবিকা। উজ্জ্বলা এক রোগীর আত্মীয়। ঘটনার সময় এক সদ্যোজাত শিশুর মৃত্যু হয়। অসুস্থতার কারণে নাকি পড়ে গিয়ে, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত হয়েছেন ২৫ জন। তাঁদের বেশিরভাগই রোগী। এর মধ্যে ১০ জন শিশু, নার্স, সেবিকারাও রয়েছেন। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালজুড়ে। ওয়ার্ডগুলিতে রোগীরা বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন। তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকে। আগুন লাগার খবরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলা প্রশাসনকে দ্রুত সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মালদা থেকে মেডিক্যাল টিম পাঠাতে বলেন। তাঁর নির্দেশে ঘটনার তদন্ত করবে সিআইডি। পাশাপাশি স্বাস্থ্য সচিবের নেতৃত্ব একটি কমিটিও তদন্ত করবে। পরিস্থিতি দেখতে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। বেশ কিছুদিন ধরে চক্রান্ত চলছে। হাসপাতালে যান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীও। দুর্ঘটনার সময় বহরমপুর মেডিক্যাল কলেজে তখন জমজমাট ভিড়। ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অগ্নিকান্ড নিহত ২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ