মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি জেলার দখল নিয়েছে তালিবান বিদ্রোহীরা। এতে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক হুমকির মুখে পড়েছে বলে গত শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দেশটির পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের জানি খেল জেলার গভর্নর আব্দুল রহমান সোলামল জানিয়েছেন, রাতভর তীব্র লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনীকে জেলাটি থেকে হটিয়ে দিয়েছে তালিবান যোদ্ধারা। এতে ২০ জনেরও বেশি সেনা ও পুলিশ নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। অপরদিকে ২০০ জন তালিবান বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি, তবে তালিবান যোদ্ধাদের নিহত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। জানি খেলে আটটি জেলা থেকে আসা মহাসড়ক মিলিত হয়েছে এবং এখান থেকে বের হওয়া সড়ক পাকতিকার সঙ্গে প্রতিবেশী খোস্ত প্রদেশ ও পাকিস্তানকে যুক্ত করেছে। প্রায় পাঁচ দিন ধরে আমাদের জেলাটি ঘিরে রেখেছিল তালিবান। রাতে তাদের কয়েকশত যোদ্ধা আমাদের নিরাপত্তা চৌকিগুলো আক্রমণ করে বলেন সোলামল। যদি জেলাটি দ্রুত পুনরুদ্ধার করা না যায়, তাহলে তালিবান খুব সহজেই এক জেলা থেকে অপর জেলায় চলে যেতে পারবে এবং অন্তত তিনটি প্রদেশের নিরাপত্তা বিঘিœত করতে পারবে বলেন তিনি। আফগানিস্তানের আরো কয়েকটি জায়গায় তালিবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে তালেবান আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টাদের মোতায়েন করা হয়েছে। অপরদিকে গত বছর অল্প সময়ের জন্য তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়া উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজেও বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছেন, জানি খেলে বহু আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন এবং প্রচুর রসদ তাদের হস্তগত হয়েছে, এগুলোর মধ্যে সাঁজোয়া যান, হাল্কা ও ভারী অস্ত্রশস্ত্র এবং গুলি রয়েছে। জুলাইতে করা যুক্তরাষ্ট্রের জরিপ অনুযায়ী, চলতি বছরের শুরুতে আফগানিস্তানের ৭০ ভাগ এলাকা আফগান সরকারি বাহিনীগুলোর নিয়ন্ত্রণে থাকলেও বছরের মাঝামাঝি তা ৬৬ ভাগে নেমে এসেছে।
উল্লেখ্য, গত মে মাসে সাবেক প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার পর তালিবান আক্রমণের জোরদার করে। এরপর থেকে বিভিন্ন এলাকা হতে পিছিয়ে যায় আফগান নিরাপত্তা বাহিনীগুলো। দেশটির ৪০৭টি জেলার মধ্যে ৩৬টি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বা প্রভাবাধীন রয়েছে এবং ১০৪টি ‘ঝুঁকিতে’ আছে বলে জানা গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।