মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্যারাগুয়েতে বিদ্রোহীদের হামলায় অন্তত আটজন সামরিক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো দো ভারগা। তিনি বলেন, গত শনিবার রুটিন মাফিক পেট্রোলের সময়ই তাদের উপর ভারী গোলাবারুদ নিয়ে হামলা করে বিদ্রোহীরা। হামলাকারীরা বিদ্রোহী সংগঠন ‘প্যারাগুয়েন পিপলস আর্মি’। দেশটির রাজধানী আসনসিও থেকে ৫০০ কিলোমিটার দূরে আরোয়িতো গ্রামে এই ঘটনা ঘটে। সেনারা যেখানে পেট্রলিং করতো সেখানে বোমা স্থাপন করে রাখে। সেই বোমাতেই নিহত হয় সেনারা। ইপিপিতে মাত্র ৫০ থেকে ১৫০ জন বিদ্রোহী রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়েবসাইট
ফিলিপাইনে কারাগার থেকে বন্দি ছিনতাই
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক একটি গ্রুপ ফিলিপাইনের একটি কারাগারে হামলা চালিয়ে আট সঙ্গীকে ছিনতাই করে পালিয়ে গেছে। এ সময় অন্য মামলার আরো দুই আসামিও পালিয়ে গেছে। মারাউই শহরের লানাও ডেল সুর প্রাদেশিক কারাগারে শনিবার গভীর রাতে এ হামলা চালানো হয়। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে প্রায় ২০ জন সন্ত্রাসী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কারাগারে হামলা চালায়। পরে তারা নিরাপত্তা প্রহরীদের নিরস্ত্র করে ফেলে এবং তাদের আট বন্দিকে মুক্ত করে। হামলাকারীরা যাওয়ার সময় কারারক্ষীদের দুটি রাইফেলও নিয়ে গেছে। যে আটজনকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে, তাদের এক সপ্তাহ আগে একটি নিরাপত্তা চৌকিতে হাতে তৈরি বোমাসহ গ্রেপ্তার করা হয়েছিল। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।