Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

গজারিয়া (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। গত শনিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রীজের উপর কাভার্ডভ্যান ও মটর সাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, রাজধানীর হাজারীবাগ থানার ৩১/১ মনেশ্বর রোর্ড এলাকার মৃত হাজী মো. তারিক উল্লাহর ছেলে মো. নাহিদ উল্লাহ(২৬) ও ৬৯ গজমহল রোর্ড এলাকার মো. আব্দুর রহিম মিন্টুর ছেলে মো. মহিউদ্দিন পলাশ(২৭)।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, নিহতরা অন্যান্য বন্ধুদের সাথে তিনটি মটর সাইকেল যোগে ৬জন বন্ধু ঢাকা থেকে রাঙ্গামাটি উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রীজের উপর আসলে একই গামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-২৫১৫) সাথে ধাক্কা লাগলে (ঢাকা মেট্রো-ল-২০-৬৩৮০) মটরসাইকেলটি কাভার্ডভ্যানটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যান ও চালক আল-আমিনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাভার্ড-ভ্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ