Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে ডাকাতের হামলায় ট্রাকের হেলপার নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৩:৩৩ পিএম

আড়াইহাজারে ডাকাতের হামলায় বিল্লাল হোসেন (২২) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবু কালামের ছেলে।
নিহতের বাবা কালাম জানান, তার ছেলে বিল্লাল ট্রাকের হেলপার। ওই ট্রাক দিয়ে (যার নং ঢাকা মেট্রো ড১৪-৮৭৭৫)ঢাকা থেকে সবজি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল । ভোরে ট্রাকটি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দৈবই নামক স্থানে পৌঁছলে ৪/৫ জন ডাকাত ট্রাকটি থামিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেস্টা করে।
এই সময় চালক ও হেলপারের সাথে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতদল হেলপার বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এই ঘটনায় বাসের চালক ও আহত হয়। অপর দিকে ঢাকা বিশনন্দী সড়কের চালাকচর এলাকায় রাস্তায় গনডাকাতি সংঘঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ