Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সিনেমা দিয়ে পরিচালনায় ইকবাল

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

এবার পরিচালনায় এলেন চলচ্চিত্র প্রযোজক মো. ইকবাল। ভালোবাসলেই ঘর বাধা যায় না, পাসওয়ার্ড, বীরসহ ৯টি চলচ্চিত্র প্রযোজনার পর প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় নাম লিখিয়েছেন। একসঙ্গে তিনটি সিনেমা পরিচালনার মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটছে। সম্প্রতি এফডিসির জহির রায়হান মিলনায়তনে জমকালো এক মহরত অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাগুলোর নাম ঘোষণা দিয়েছেন। এগুলো হচ্ছে, ফাইটার, রিভেঞ্জ ও গুলশানের চামেলী। তিনটি সিনেমায় নায়ক হিসেবে থাকছেন রোশান। ইকবাল বলেন, আমি যখন প্রযোজনা শুরু করি, তখন থেকেই ইচ্ছা ছিল পরিচালনায় আসার। এতদিন ধরে নিজেকে প্রস্তুত করেছি। আমার প্রযোজনা শুরু ২০০৯ সাল থেকে। তখন থেকে আমি কাজী হায়াত, শাহীন সুমন, জাকির হোসেন রাজু, মালেক আফসারীর মত পরিচালকদের দিয়ে সিনেমা বানিয়েছি। তাদেরকে একটা শর্ত দিয়েছিলাম আমাকে তাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে রাখতে হবে। তারা আমাকে রেখেছিলেন। এত বছর ধরে তাদের থেকে পরিচালনা শিখেছি। নিজেকে প্রস্তুত করেই পরিচালনায় নেমেছি। যে তিনটি সিনেমা পরিচালনা করছি, এগুলোর গল্প আমার নিজের। সিনেমাগুলো আমার অনেক স্বপ্নের। চ্যালেঞ্জ নিয়ে কাজ করব। ইকবাল বলেন, আমার এতো দূর আসার পেছনে একমাত্র অবদান নায়ক শাকিব খানের। তার জন্য আমি আজ এখানে। আমার পেছনে তার অনেক অবদান রয়েছে। শাকিব খান ইকবালকে শুভ কামনা জানিয়ে বলেন, ইকবাল ভাই আমার খুবই ঘনিষ্ট একজন মানুষ। তার জন্য সব সময় শুভ কামনা। তিনি প্রযোজক হিসেবে সফল হয়েছেন। এবার পরিচালক হিসেবে যেন সফল হন সেই কামনা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইকবাল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ