Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে গোলাপি হ্রদের সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রকৃতির অপরূপ সুন্দর গোলাপি রঙয়ের একটি হ্রদের সন্ধান পাওয়া গেছে। দেশটির রাস আল খাইমাহ’তে এই হ্রদ আবিষ্কার করেছেন আমিরাতের এক কিশোর। ১৯ বছর বয়সী আমিরাতি ফটোগ্রাফার আম্মার আল ফার্সি সুন্দর এই হ্রদের ছবি তুলেছেন। রাস আল খাইমাহ’র উত্তরে আল সারায়া দ্বীপে এই হ্রদের সন্ধান পেয়েছেন শারজাহ’র বাসিন্দা আম্মার। আল খালিজ ডেইলি জানিয়েছে, হ্রদটির দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্ত ১০ মিটার। এই হ্রদটি আরব উপসাগর থেকে মাত্র ১০০ মিটার দ‚রে অবস্থিত। আমিরাতের পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক ড. সাইফ আল গিয়াস বলেছেন, পানিতে থাকা লাল শৈবালের কারণে হ্রদের পানি গোলাপি হয়ে থাকতে পারে। এ ধরনের হ্রদে সাধারণত লাল শৈবাল পাওয়া যায়। তিনি আরও বলেন, হ্রদের কিছু পানি নিয়ে পরীক্ষা করার পরই আমরা এই রঙ নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারবো। আল খালিজ ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোলাপি-হ্রদের-সন্ধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ