Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০৬ দিন পর হাসপাতাল ছাড়লেন করোনা রোগী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

করোনা মহামারির শুরুর দিনগুলোতেই করোনা আক্রান্ত হন যুক্তরাজ্যের অবসরপ্রাপ্ত এক আইনজীবী। এরপর টানা ৩০৬ দিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে। চলেছে চিকিৎসা। অবশেষে সুস্থ হয়ে ফিরলেন নিজ বাড়িতে। ওই রোগীর নাম জোফ্রি উলফ। বয়স ৭৪ বছর। তিনি গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) হুইটিংটন হাসপাতাল থেকে নর্থ লন্ডনের হলোওয়েতে নিজের বাড়িতে ফেরেন। করোনাভাইরাসের আক্রমণে তার শরীরের একাংশ অবশ হয়ে গেছে এবং কথা বলার শক্তিও হারিয়েছেন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বছরের ২৩ মার্চ তিনি অসুস্থ হন। এরপর থেকে তিনি হাসপাতালে ছিলেন। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তার তিন ছেলেকে ডাকা হয়েছিল বাবাকে শেষ বিদায় জানানোর জন্য। কিন্তু হঠাৎ তিনি আবার সুস্থ হতে শুরু করলেন। এতদিন হাসপাতালে কাটানো যেকোনো কোভিড রোগীর পক্ষে এটাই সর্বোচ্চ সময়কাল। কিছুটা সুস্থ হওয়ার পর হুইটিংটন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে তাকে লন্ডনের পাটনিতে অবস্থিত রয়্যাল হসপিটাল ফর নিউরো-ডিজ্যাবিলিটিতে ভর্তি করা হয়। করোনাভাইরাসের কারণে তার মস্তিষ্কের ক্ষতি হয়। ফলে তাকে এই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ