মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক সপ্তাহের ব্যবধানে আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশ ও ফিলিপাইন। রিখটার স্কেলে যেটার মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি কর্তৃপক্ষ। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। দেশটির আবহাওয়া, জলবায়ু, জিওফিজিক্যাল এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৭টা ২৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। যেটার ভরকেন্দ্র ছিল সুলাওয়েসি প্রদেশের ১৩৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকের মেলোঙ্গুয়ানি শহর। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫৪ কিলোমিটার গভীরে। এই কম্পন ফিলিপাইনেও অনুভূত হয়েছে। সেখানে এটার মাত্রা ছিল ৬.৮। সুলাওয়েসি প্রদেশে এই কম্পনের পর মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে অবস্থান নেয়। গেল সপ্তাহে শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ার মামুজু ও মাজনে শহরে ৯০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল ৭ শতাধিক। ৩০ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছিল। ইন্ডিপেনডেন্ট, আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।