Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তাল আসাম, তেজপুরে খন্ডযুদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগেই অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)-এর বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আসাম। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় আসু-র বেশ কয়েক জন সদস্যকে আটকও করা হয়েছে। কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করে শুক্রবার তেজপুরে প্রতিবাদ মিছিল করেন আসু-র সমর্থকরা। রাজ্যের বিভিন্ন প্রান্তেও মশাল নিয়ে প্রতিবাদে নামেন তারা। তেজপুরে আসু-র বিক্ষোভ মিছিলকে পুলিশ আটকাতে গেলেই ঝামেলার সূত্রপাত হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আসু-র মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য এবং সভাপতি দীপঙ্কর নাথ-সহ সংগঠনের অন্য নেতারা। দীপঙ্কর বলেন, “আমরা শান্তিপূর্ণ ভাবেই মিছিল করছিলাম। কিন্তু রাজ্য সরকার এই মিছিল আটকাতে পুলিশকে নির্দেশ দিয়েছে।” তার অভিযোগ, “বিজেপি সরকার আমাদের গণতান্ত্রিক অধিকারকে বলপ্রয়োগ করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।” এখানেই থামেননি দীপঙ্কর। আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাম সফরে আসবেন খুব শীঘ্রই। সিএএ-র বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও জোরদার করব। যত ক্ষণ না এই আইন প্রত্যাহার করা হবে আমরা চুপ করে বসে থাকব না।” শুধু কেন্দ্রই নয়, রাজ্য সরকারেরও সমালোচনা করেছেন আসু নেতারা। সমুজ্জ্বল ভট্টাচার্যের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল আটকাতে যে ভাবে বলপ্রয়োগ করেছে রাজ্যের পুলিশ তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার সোনিতপুরে বন্ধের ডাক দিয়েছে আসু। এবিপি, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তেজপুরে-খন্ডযুদ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ