Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজি দানেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : গতকাল থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ২-০ সেটে হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরুষ দল। তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় ১২ টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৮ টি দল অংশ গ্রহন করছে। এর মধ্যে মেয়েদের দল রয়েছে ৬টি। অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়। ৭ ফেব্রæয়ারি প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে সকাল শেখ রাসেল হল মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাজি দানেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ