Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে প্রথমবারের মতো সিলেটে নির্মিত পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সের উদ্বোধন হলো আজ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ৫:০৩ পিএম

প্রথমবারের মতো সিলেটে নির্মিত পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেটের লাক্কাতুরা এলাকায় নির্মিত এ ক্রিকেট কমপ্লেক্সের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ২০০৭ সালে শহরতলীর লাক্কাতুরা চা বাগান এলাকায় নির্মাণ করা হয় নতুন একটি স্টেডিয়াম। এরপর ২০১১ সালে আন্তর্জাতিক মানে উন্নীত করে এটিকে সিলেট ক্রিকেট স্টেডিয়াম নামকরণ করা হয়। চা বাগান আর উঁচু নিচু টিলার ঘেরা এই স্টেডিয়ামের সৌন্দর্য প্রথম থেকেই নজর কেড়েছে সবার। এই স্টেডিয়ামের গ্রীণ গ্যালারি প্রশংসা কুড়িয়েছে দেশি-বিদেশি ক্রীড়া অনুরাগীদের। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পাশেই ৩ একর জমিতে নতুন আরেকটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্টেডিয়ামটির উদ্বোধন করা হলো শনিবার। এই স্টেডিয়ামটি প্রথমে আউটার স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হয়েছিলো। তবে এতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সব সুযোগ সুবিধা থাকায় নতুন স্টেডিয়ামকে ‘সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২’ নামকরণ করা হয়েছে। এ বিষয়ে বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল বলেন, দেশে প্রথমবারের মতো সিলেটে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। এখানে ক্রিকেটের সব ধরণের সুযোগ সুবিধা পাবে। এতে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে।

আজ উদ্বোধন হতে হওয়া নতুন স্টেডিয়াম প্রসঙ্গে তিনি বলেন, নতুন এই স্টেডিয়ামে রয়েছে চারটি ড্রেসিং রুম। থাকছে আন্তর্জাতিক মানের সকল সুবিধা। এতে চারটি পিচ রয়েছে। এই স্টেডিয়ামে কেবল ফ্লাড লাইটের ব্যবস্থা নেই। শীঘ্রই ফ্লাড লাইন বসানো হবে। তিনি বলেন, নতুন স্টেডিয়ামের দুই পাশেই সবুজের সমারোহ। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টিলা। টিলার উপরে সবুজ ঘেরা ঘাসের গ্যালারি, তার উপর থাকছে সারি সারি গাছের বাগান। স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ