Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে সরকারি খালে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটার অপরাধে ৬০ হাজার টাকা জেল-জরিমানা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ৭:৫০ পিএম

সরকারি খালে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটার অপরাধে মতলব উত্তর উপজেলায় দুইজনকে জেল-জরিমানা করা হয়।

২২ জানুয়ারী শুক্রবার বিকালে উপজেলার সুজাতপুর বাজার সংলগ্ন নমুকান্দি নামক স্থানে সরকারি খালের উপর অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দুইজনকে ৬০ হাজার(ষাট হাজার)টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে একটি মহল দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলে সরকারী খাল থেকে ড্রেজার দিয়ে মাটি উঠিয়ে বিক্রি করে আসছিলো।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আফরোজা হাবীব শাপলা এবং এ কাজে সহযোগিতা করেন মতলব উত্তর থানার পুলিশ সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ