মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডবিøউএইচও) তাইওয়ানের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য সহযোগিতায় এগিয়ে আসছে ডেনমার্ক। চীনের বিরোধিতা সত্তে¡ও এ ব্যাপারে সহযোগিতার ব্যাপারে ভাবছে ডেনমার্কের পার্লামেন্ট। ডেনমার্কের গণমাধ্যম এবং তাইওয়ানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ডেনমার্কে অবস্থিত তাইওয়ানের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে তাইওয়ানকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলার বিষয়ে ডেনমার্কের পার্লামেন্টের ১০টি রাজনৈতিক পার্টির মধ্যে ছয়টি একমত পোষণ করেছে। সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনের বরাত দিয়ে তাইপে টাইমস এ কথা জানিয়েছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাইওয়ানকে ডাকার ব্যাপারে প্রস্তাবটি ডেনমার্কের নীল দলীয় জোট এবং ড্যানিশ সোশ্যাল লিবারেল পার্টি উত্থাপন করেছে। পরে সেটা পাসও হয়েছে। এখন পার্লামেন্টের বিদেশ বিষয়ক কমিটি এটি পর্যালোচনা করে দেখছে। ডেনমার্কের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, সে দেশের বিরোধীদলের বেশিরভাগ সাংসদ তাইওয়ানের পক্ষে রয়েছেন। করোনাভাইরাস মহামারি সে দেশ সুষ্ঠুভাবে মোকাবিলা করার কারণে তারা তাইপের প্রতি বেশ সদয়। যদিও চীন বরাবরই চায়নি যে, তাইওয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দিক। সে কারণে দীর্ঘদিন ধরে তাইওয়ানের বিষয়টি ঝুলে আছে। এএনআই, জিফাইভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।