Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করে গেলেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

ক্ষমতা ছাড়ার আগে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে সিএনএন। বুধবার সকালে স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরেই ক্যাপিটলের চত্বরে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। তবে ক্ষমতা ছাড়ার আগে নিজের ছেলেমেয়েদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত করে গেছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট। সাধারণত প্রেসিডেন্টের ১৬ বছরের বেশি সন্তানদের সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দেওয়া হয়। তবে প্রেসিডেন্টের ক্ষমতা বলে স্বাক্ষরিত আদেশে সব বয়সী সন্তানদেরই নিরাপত্তা দিতে হবে। তেমনই এক নির্দেশে স্বাক্ষর করে গেছেন ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে। ট্রাম্পের পরিবারের সদস্যরা আগামী ছয় মাস সরকারি নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা পাবে। ফোর্বস জানাচ্ছে, ট্রাম্প-মেলানিয়ার ছোট ছেলে ব্যারন ট্র্যাম্পকে নিরাপত্তা দেওয়া হবে তার বয়স ১৬ বছর না হওয়া পর্যন্ত। ব্যারনের বয়স এখন ১৪। শুধু সন্তানদের জন্যই নয় পুরো পরিবারের জন্য সরকারি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে গেছেন বলে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে। ট্রাম্পের পরিবারের সদস্য সংখ্যা ১৩। সদ্য সাবেক প্রেসিডেন্টের পরিবারের নিরাপত্তার জন্য সরকারি কোষাগার থেকে খরচ হবে মোটা অঙ্কের টাকা। ২০১৯ সালে সরকারি পরিসংখ্যান মতে, ২০১৭ সালের শুধু ফেব্রুয়ারি আর মার্চে ট্রাম্প পরিবারের নিরাপত্তা ও তাদের পরিবারের ভ্রমণ বাবদ খরচ হয়েছিল ৩ লাখ ৯০ হাজার ডলার। সিএনএন।

 



 

Show all comments
  • Khan Raju ২২ জানুয়ারি, ২০২১, ১:৩৫ এএম says : 0
    ট্রাম্প যে কি ছিলো তা বিশ্ববাসী বুঝবে আর কয়েক মাস পর
    Total Reply(0) Reply
  • রোমান ২২ জানুয়ারি, ২০২১, ১:৩৫ এএম says : 0
    এটা তাদের জন্য খুব দরকার ছিলো
    Total Reply(0) Reply
  • Emdadul Hassan ২২ জানুয়ারি, ২০২১, ১:৪৮ এএম says : 0
    আপন ভালো, পাগলেও বুঝে!
    Total Reply(0) Reply
  • নুরজাহান ২২ জানুয়ারি, ২০২১, ১:৪৮ এএম says : 0
    এটা ছাড়া হয়তো তার কোন উপায়ও ছিলো না
    Total Reply(0) Reply
  • আবদুর রহমান ২২ জানুয়ারি, ২০২১, ১:৪৯ এএম says : 0
    সে যা করেছে, তাতে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরী হয়ে পড়েছিলো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ