প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের ‘হাউস অফ ওয়াক্স’ এবং ‘দ্য কনজ্যুরিং’ সিরিজের চলচ্চিত্রগুলোর দুই চিত্রনাট্যকার ক্যারি হেইজ এবং চ্যাড হেইজ কবি-গীতিকার রোজামের লেখা একটি চিত্রনাট্য নিয়ে বিক্রম ভাটের পরিচালনায় নির্মিতব্য একটি হরর ফিল্মের জন্য কাজ করবেন। মূল চিত্রনাট্যকার রোজাম হল সউদী কবি ও গীতিকার তুর্কি আল শেখের ছদ্মনাম। তিনিই বিক্রম ভাটের নির্মিতব্য চলচ্চিত্র ‘দ্য চেলো’র মূল চিত্রনাট্যটি লিখেছেন। ভাট বলেন : “হরর ফিল্মের প্রতি ভালবাসাকে উপলক্ষ করেই তুর্কি আল-শেখের সঙ্গে আমার বন্ধুত্ব হয়, তাই আমরা একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা শুরু করি। তুর্কি আল-শেখের কাহিনী চিত্রনাট্য লেখায় সহায়তা করবেন ক্যারি হেইজ আর চ্যাড হেইজ, আমি পরিচালনা করব।” “ফিল্মটির বড় একটি অংশ আমরা সউদী আরবে শুট করার পরিকল্পনা করেছি। আমি বিশেষ করে আনকোরা আলউলা লোকেশনের ব্যাপারে রোমাঞ্চিত,” তিনি আরও বলেন।ক্যারি আর চ্যাড বলেছেন : আমরা ‘দ্য কনজ্যুরিং’-এর সাফল্যের পর হলিউডের শীর্ষ নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ কাজে লাগিয়েছি। রোজাম আর বিক্রম ভাটের সঙ্গে কাজ করার সুযোগ আমাদের দিগন্তকে বিস্তৃত করবে, তারা মনেপ্রাণে হরর চলচ্চিত্র ভালবাসে। এদিকটি আমাদের সঙ্গে মেলে।” ‘দ্য চেলো’ এই বছরের শেষে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।