Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের পর আসছে আফগানিস্তান

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এ বছর টি-২০ ছাড়া অন্য কোন ভার্সনে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ দল। গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ওয়ানডে ম্যাচহীন ৯ মাস গেছে কেটে। জিম্বাবুয়ের বিপক্ষে গত জানুয়ারিতে এফটিপিতে প্রস্তাবিত পূর্ণাঙ্গ সিরিজ কাঁট-ছাট করে সেখানে টেস্ট, ওয়ানডে বাদ দিয়ে বাংলাদেশ দল খেলেছে ৪ ম্যাচের টি-২০ সিরিজ! টি-২০ ফরমেটে এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপকে গুরুত্ব দিতে যেয়ে ৫০ ওভারের ম্যাচে মনোযোগী হয়নি বিসিবি। ওয়েস্টইন্ডিজের প্রস্তাব ফিরিয়ে দেয়ার মতো ঘটনাও আছে। তবে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর যখন হয়েছে চূড়ান্ত, আগামী ৭ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজে অবতীর্ণ হবে বাংলাদেশ দল ইংলিশদের বিপক্ষে, তার আগে প্রস্তুতি ওয়ানডে সিরিজের জন্য আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গতকাল ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছে। এসিবির মিডিয়া ম্যানেজার আজিজ গারওয়াল বলেছেনÑ “আগামী মাসে সিরিজ খেলার বিষয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলছি। যদিও এখনো এমওইউ চুক্তি স্বাক্ষর হয়নি। ম্যাচগুলোর তারিখ এখনো ঠিক করিনি। তবে খুব দ্রæত দিনক্ষণ আমাদের ওয়েবসাইটে প্রকাশ করবো।’
ওয়ানডে র‌্যাংকিংয়ে নীচু সারির দলগুলোর সঙ্গে আপাততঃ খেলার পক্ষে ছিল না বিসিবি’র অবস্থান। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহন নিশ্চিত করতে এ অবস্থানে ছিল এতোদিন বিসিবি। তবে মত পাল্টেছে বিসিবি’র। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটারদের প্রস্তুত করতে অবস্থান পরিবর্তন করেছে বিসিবি। সে কারণেই আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ভাবছে বলে জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘হ্যাঁ ওদের (আফগানিস্তান ক্রিকেট বোর্ড) আলোচনা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতিকে গুরুত্ব দিতে হচ্ছে। সে কারণেই বাড়তি ওয়ানডে সিরিজের কথা ভাবছি। তাছাড়া এই বছরে আমরা এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলিনি।’
এর আগে কখনো দ্বি-পাক্ষিক সিরিজে আফগানিস্তানকে আতিথ্য দেয়নি বিসিবি। এবারই প্রথম। আফগানিস্তানের বিপক্ষে অতীত খুব একটা সুখকর নয়। ২০১৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে ফতুল্লায় হারের তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের। ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় তার বদলা নিয়েছে মাশরাফির দল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অঘটনের জন্ম দেয়া আফগানিস্তানকে নিয়ে এখন আর কোন শঙ্কা নয়। র‌্যাংকিং পয়েন্ট হারানোর ভয় আর করছে না বিসিবি!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের পর আসছে আফগানিস্তান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ