নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দু’ মৌসুম আগে ঘরোয়া ফুটবলের ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়া চক্রের আগের সেই জৌলুস আর নেই। কোটি কোটি টাকা খরচে দল গঠন করেও এবার মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক ব্যর্থ তারা। এখন পর্যন্ত লিগের ছয় ম্যাচে অংশ নিয়ে মাত্র একটিতে ড্র করলেও পাঁচ ম্যাচে হেরেছে অলবøুজরা। পাশাপাশি দেশের বাইরেও শ্রীহীন শেখ রাসেল। ভুটানে সদ্য সমাপ্ত এএফসি কাপের বাছাই পর্বের প্লে-অফ গÐি পার হতে পারেনি তারা। দু’ম্যাচের একটি ড্র করে অপরটিতে হেরেছে বাংলাদেশের দলটি। ফলে সুযোগ থাকা সত্তে¡ও এএফসি কাপের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা হারায় শেখ রাসেল। দলের ধারাবাহিক ব্যর্থতা নিজের কাঁধেই তুলে নেন কোচ মারুফুল হক। আর তাই দায় স্বীকার করে রাসেলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন তিনি। শুক্রবার রাতে মারুফুল তার পদত্যাগ পত্র জমা দেন ক্লাব কর্তৃপক্ষের কাছে। রাসেল সূত্র জানায়, মারুফুলের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে এবং ক্লাব কর্মকর্তারা নতুন কোচ হিসেবে শফিকুল ইসলাম মানিককে নিয়োগ দেয়ার কথা ভাবছেন। শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বিদেশ থেকে ফেরার পরই নাকি এ ব্যাপারে চ‚ড়ান্ত সিদ্ধান্ত হবে।
এবারের প্রিমিয়ার লিগে শেখ রাসেল ১-১ গোলে টিম বিজেএমসির বিপক্ষে ড্র করলেও হেরছে উত্তর বারিধারা (০-১), রহমতগঞ্জ (০-২), চট্টগ্রাম আবাহনী (১-২), ফেনী সকার ক্লাব (০-২) ও মুক্তিযোদ্ধার (০-২) বিপক্ষে। অন্যদিকে ভুটান সফরে এএফসি কাপের বাছাই পর্বের প্লে-অফে দু’ম্যাচের দু’টিতে ড্র করলেই হতো। কিন্তু একটিতে ড্র করলেও পরের ম্যাচে হেরে বিদায় নিয়েছে তারা। সফরে চাইনিজ তাইপের ক্লাব টাটুংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও স্বাগতিক ভুটানের টারটনের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় শেখ রাসেল। তাই ঘরে বাইরে এমন হতাশাজনক ব্যর্থতায় শেখ রাসেল কোচ মারুফুল হকের সামনে পদত্যাগ করা ছাড়া অন্য কোনো পথ ছিল না। শেষ পর্যন্ত তাই করেছেন তিনি। এ প্রসঙ্গে মারুফুল বলেন, ‘আমি ব্যর্থ হয়েছি এটিই আমি বলতে পারি। দলকে উজ্জীবিত করতে পারিনি। দল যোগ্যতা অনুয়ায়ী খেলতে পারেনি। কোচ হিসেবে এ দায় আমাকেই নিতে হবে।’ ২০১২-১৩ মৌসুমে শেখ রাসেলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে হ্যাটট্রিক শিরোপা জেতান মারুফুল। এ বিষয়ে তার কথা, ‘একজন কোচের জীবনে এ রকম উত্থান-পতন থাকেই।’
মারুফুলের পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন শেখ রাসেল ফুটবল কমিটির সম্পাদক আলিমুজ্জামান আলম। তিনি বলেন, ‘মারুফুল হকের পদত্যাগপত্র শুক্রবার রাতেই পেয়েছি আমরা এবং তা গ্রহণও করেছি। শুধু তাই নয়, ক্লাবের পরবর্তী কোচের জন্য অনেকের সঙ্গেই কথা বলেছি। এদের মধ্যে অন্যতম শফিকুল ইসলাম মানিক।’ এ বিষয়ে শফিকুল ইসলাম মানিকের কথা, ‘আমি জানি না মারুফ পদত্যাগ করেছে কিনা। তবে বিষয়টি শুনেছি। শেখ রাসেলের ক্লাব কর্তৃপক্ষ যদি আমার কাছে প্রস্তাব নিয়ে আসে আমি তা ভেবে দেখব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।