মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুসলমানদের প্রতিবাদের মুখে ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটেছেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুস। তিনি দাবি করেছেন, ইসলাম ধর্ম ও সব মুসলমানকে তিনি যুদ্ধকামী মনে করেন না। কেবল উগ্রপন্থী মুসলমানদের কথা ভেবেই তিনি এ ধরণের মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, মুসলমানদের মধ্যে একদল উগ্রপন্থী ইসলাম ধর্মকে ভিন্নভাবে তুলে ধরছে।
গ্রিসের এই পাদ্রী এর আগে গ্রিসের ওপেনটিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইসলাম কোনো ধর্ম নয়, এটি একটি রাজনৈতিক দল এবং মুসলমানেরা যুদ্ধকামী। এরপরই সেদেশের মুসলমানেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কোনো কোনো দেশও এর প্রতিবাদ জানায়। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গ্রিক পাদ্রী যে বক্তব্য দিয়েছেন তা উসকানিমূলক।
বিবৃতিতে বলা হয়, গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরুর বক্তব্য থেকে এটা স্পষ্ট তারা মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়ে আতঙ্কে রয়েছে এবং মুসলিম সমাজে সহিংস ও বিদ্বেষ উসকে দিতে চায় তারা।
ইউরোপ ও আমেরিকায় ইসলামভীতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এ কথা বলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পর বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।