Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটলেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ৯:১৪ এএম

মুসলমানদের প্রতিবাদের মুখে ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটেছেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুস। তিনি দাবি করেছেন, ইসলাম ধর্ম ও সব মুসলমানকে তিনি যুদ্ধকামী মনে করেন না। কেবল উগ্রপন্থী মুসলমানদের কথা ভেবেই তিনি এ ধরণের মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, মুসলমানদের মধ্যে একদল উগ্রপন্থী ইসলাম ধর্মকে ভিন্নভাবে তুলে ধরছে।

গ্রিসের এই পাদ্রী এর আগে গ্রিসের ওপেনটিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইসলাম কোনো ধর্ম নয়, এটি একটি রাজনৈতিক দল এবং মুসলমানেরা যুদ্ধকামী। এরপরই সেদেশের মুসলমানেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কোনো কোনো দেশও এর প্রতিবাদ জানায়। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গ্রিক পাদ্রী যে বক্তব্য দিয়েছেন তা উসকানিমূলক।

বিবৃতিতে বলা হয়, গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরুর বক্তব্য থেকে এটা স্পষ্ট তারা মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়ে আতঙ্কে রয়েছে এবং মুসলিম সমাজে সহিংস ও বিদ্বেষ উসকে দিতে চায় তারা।

ইউরোপ ও আমেরিকায় ইসলামভীতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এ কথা বলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পর বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Sohel Rana Sujan ২০ জানুয়ারি, ২০২১, ৮:৪৩ পিএম says : 0
    ঠেলার নাম বাবাজী,
    Total Reply(0) Reply
  • Mahmudul Islam ২০ জানুয়ারি, ২০২১, ৮:৪৩ পিএম says : 0
    শেষ পর্যন্ত হুশ ফিরে এলো, আমিতো মনে করেছি বাংলাদেশের পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করানো লাগবে
    Total Reply(0) Reply
  • Anam Hossien ২০ জানুয়ারি, ২০২১, ৮:৪৪ পিএম says : 0
    এভাবেই আল্লাহর দ্বিন কায়েমের পক্ষে থাকতে যারাই ইসলাম ও মুসলমানের খতি করতে চায়বে আমরা বিশ্বের মুসলিম এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • Md Uzzal ২০ জানুয়ারি, ২০২১, ৮:৪৫ পিএম says : 0
    আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করতে শিখি
    Total Reply(0) Reply
  • Jobayer Hossain ২০ জানুয়ারি, ২০২১, ৮:৪৬ পিএম says : 0
    যাক শেষ পর্যন্ত কিছুটা হলেও হার মেনেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ