Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক রানের রোমাঞ্চ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:১১ এএম, ২৮ আগস্ট, ২০১৬

স্পোর্টস ডেস্ক : ম্যাচটাকে ঐতিহাসিক বললে মোটেও ভূল হবে না। যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতের প্রথম ক্রিকেট ম্যাচ। প্রতিপক্ষ টি-২০’র বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দলে ছিলেন না ব্যাটিং দানব ক্রিস গেইল। তাতে কি, কিন্তু ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক এভিন লুইস আর জনসন চার্লসের উত্তপ্ত ব্যাট ৬ উইকেট হারিয়ে ২৪৫ রানের বিশাল চ্যালেঞ্জ দেয় ভারতকে। টি-২০’র ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। ৪৮ বলে সেঞ্চুরি হাকিয়ে পরের বলেই ফেরেন লুইস। টি-২০’র ইতিহাসে যা পঞ্চম দ্রততম। ৫টি চার ও ৯টি ছয়ের মার ছিল তার ইনিংসে। তবে তার চেয়েও বিধ্বংসী ছিল চার্লসের ব্যাট। ৩৩ বলে ৬টি চার ও ৭টি ছক্কা হাকিয়ে চার্লস করেন ৭৯ রান। ১০ ওভারেই ১৩২ রান তুলে ফেলে ক্যারবীয়রা। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ইনিংসে যা সর্বোচ্চ রানের রেকর্ড। সেই সাথে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২১টি ছক্কার রেকর্ড গড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৪ বিশ্বকাপে সিলেটে করা ১৯টি ছক্কায় এতদিন যা ছিলো নেদারল্যান্ডসের দখলে। এমন ম্যাচও হাতছাড়া হতে বসেছিলো মাত্র ৪৬ বলে ক্যারিয়ারে প্রথম টি-২০ শতক করা লোকেশ রাহুলের কল্যাণে। শেষ ওভারে প্রয়োজন ৮ রান। ধোনিকে নিয়ে যখন ভারতকে অজেয় পথ পাড়ি দেয়ার স্বপ্ন দেখাচ্ছেন লোকেশ, ঠিক তখনই এক আঘাতে তা চূর্ণ করে দেন ব্রাভো। শেষ বলে দরকার ২ রান। সেটি করতে গিয়ে স্যামুয়েলসের হাতে ক্যাচ দিয়ে উইন্ডজের হাতে স্বপ্নই তুলে ফেরেন ধোনি (২৪৪/৪)। মাত্র এক রানের রোমাঞ্চ জেতে ব্রেথওয়েটরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুইসে পিষ্ট ভারতীয় বোলাররা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ