Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমতাহিনা সেরা

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বেক্সিমকো জাতীয় শুটিং প্রতিযোগিতার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ২০৩ স্কোর গড়ে সেরার খেতাব জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মমতাহিনা। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শারমিন আক্তার (২০২.২) দ্বিতীয় ও সুরাইয়া আক্তার তৃতীয়স্থান পান। জাতীয় প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়ে ১০ মিটার এয়ার রাইফেলে জুনিয়র বিভাগে প্রথম হন জুঁই। তিনি ২০৪ দশমিক ৫ স্কোর গড়েন। ২০৩.৯ স্কোরে নৌবাহিনী শুটিং ক্লাবের শারমিন আক্তার দ্বিতীয় ও আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা তৃতীয় হন। ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে ছেলেদের বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শেখ সাহাদৎ হোসেন (৫২৬ স্কোর) প্রথমস্থান পান। এই ইভেন্টের জুনিয়র পর্যায়ে সেরার খেতাব জেতেন একই প্রতিষ্ঠানের মো. সাব্বির আলামিন (৫১৪)। পুরুষ ৫০ মিটার রাইফেল প্রোনে কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন ৫৯৩ স্কোর তুলে নতুন জাতীয় রেকর্ড গড়ে প্রথম হন। এই ইভেন্টের জুনিয়র পর্যায়ে প্রথমস্থান পান আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মো. সাহিন আলম (৫৭১)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতাহিনা সেরা

২৮ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ