Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিফরেন্ট স্ট্রোকস-পানশালায় বোল্টের বিল ১৩ লাখ!

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

উৎসব চলছে। চলছে পার্টি। জন্মদিন চলে গেছে তো কী হয়েছে? বন্ধু বান্ধবের সঙ্গে সেলিব্রেট করার সময় অত দিনক্ষণ কি আর মানা যায়? নাকি সেলিব্রেশন মুড-এ ব্রেক কষা যায়? যায় না। তাই তো লন্ডনের পানশালায় চুটিয়ে পার্টি করলেন উসাইন বোল্ট। দেদারছে খরচও করলেন! ফলে পানশালার বিল হলো আকাশচুম্বী! অঙ্কটা কত? ১২ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ টাকা)! চমকে উঠলেন কী? তা হলে খরচের একটু বিস্তারিত হিসেব দেওয়া দরকার। পার্টির জন্য ১২ বোতল শ্যাম্পেন নিয়েছিলেন বিশ্বের দ্রæততম। তার দামই ৯ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৭ লাখ ২০ হাজার টাকা)! বোল্টের এদিনের পার্টিতেও ললনাদের ভিড়ও ছিল বেশি। রাত যত এগিয়েছে, ততই রঙিন হয়েছে। ভোর পাঁচটা পর্যন্ত চলে পার্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিফরেন্ট স্ট্রোকস-পানশালায় বোল্টের বিল ১৩ লাখ!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ