Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়েতে আরব বসন্ত হবে না : মুগাবে

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জিম্বাবুয়েতে কোনো আরব বসন্ত হবে না। দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বিরোধীদের উদ্দেশে এ হুশিয়ারি উচ্চারণ করেছেন। সম্প্রতি জিম্বাবুয়েতে মুগাবের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির দুই দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে গত শুক্রবার। রাজধানী হারারেতে মুগাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর পুলিশ বিরোধীদলীয় নেতা ও বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে। গত শুক্রবার টেলিভিশন ভাষণে মুগাবে বলেন, তারা ভাবছে আরব বসন্ত যা হয়েছে, এই দেশেও তা হবে। কিন্তু তাদের বলে দিন এটা এ দেশে হবে না। ৯২ বছরে পদার্পণ করা এই শাসক অভিযোগ করেন, বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অর্থ সাহায্য দিচ্ছে। তিনি বলেন, ‘তারা কেবল আমেরিকানদের জন্য লড়াই করছে। অর্থনৈতিক অচলাবস্থার কারণে জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট মুগাবের বিরুদ্ধে জন অসন্তোষ বেড়েই চলছে। দেশটিতে বর্তমানে নগদ অর্থ সংকট ও বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। রাজধানী হারারেসহ দেশের বিভিন্ন স্থানে মুগাবেবিরোধী বিক্ষোভ করছে বিরোধী দলগুলো। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিম্বাবুয়েতে আরব বসন্ত হবে না : মুগাবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ