Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে দফায় দফায় ভূমিকম্প, সতর্কতা

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কয়েক ঘণ্টার ব্যবধানে জাপানে চার দফা ভূমিকম্পের খবর পাওয়া গেছে। গত বুধবার এই ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পজনিত কোনো ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তি টোকিওর উত্তরপূর্বের ইবারাকি জেলায়। এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা না থাকলেও সাধারণ সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস মতে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে মিসুকাইডোতে ২ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ কি.মি দূরে। এরপর বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। তৃতীয় দফায় ইবারাকির মিসুকাইডোতে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পে পুরো জাপানই কেঁপে উঠে। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল সমুদ্রতল থেকে ৩৭ কি.মি দূরে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানে দফায় দফায় ভূমিকম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ