মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পারস্য উপসাগরের ওপর দিয়ে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান উড়ে এলো ইহুদিবাদী দেশ ইসরাইলে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র উত্তেজনার মধ্যেই রোববার সামরিক শক্তির একটি মহড়ায় মার্কিন বি-৫২এইচ স্ট্যাটোফোর্টেস বোমারু বিমান উড্ডয়ন হলো। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবতরণের ঠিক একদিন পরই মার্কিন বিমানবাহী ধর্মঘট গ্রুপের ১০০ মাইলের মধ্যে টহলটি অনুষ্ঠিত হলো। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা বাড়ার কারণে সা¤প্রতিক মাসগুলোতে এটি পঞ্চমবারের মতো মার্কিন বিমান বাহিনী এই অঞ্চলে একই ধরনের অভিযান চালালো। খবরে বলা হয়, ক্ষমতার একদম শেষপ্রান্তে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আবারও বড় কোনো সহিংসতায় জড়িয়ে ফেলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হতে পারে বলে মনে করছেন অনেকে। ট্রাম্প ক্ষমতা ছাড়ার মাত্র চারদিন আগে মার্কিনিরা মধ্যপ্রাচ্যের আকাশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বি-৫২ বোম্বার বিমান ওড়ানোয় সেই আশঙ্কা আবারও বেড়েছে। আরব নিউজ, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।