Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিন্দুকনার করোনা প্রার্থনা সঙ্গীত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এরইমধ্যে বাংলাদেশে অনেক সচেতনতামূলক গান করা হয়েছে। দেশের অনেক সঙ্গীতশিল্পী সেসব গান এককভাবে এবং সমবেতভাবে গেয়েছেন। তবে করোনা নিয়ে এবারই প্রথম কোন প্রার্থনা সঙ্গীত করা হলো। জামাল হোসেনের কথায় ও ইবরার টিপুর সুর সঙ্গীতে প্রার্থনা সঙ্গীত ‘হে রহমান, হে রহীম’ গানটিতে কন্ঠ দিয়েছেন বিন্দুকনা। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ এবং মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে ইবরার টিপুর নিজস্ব স্টুডিওতে। যেহেতু এখন সবাই করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী। তাই তারকারা নিজেরা ঘরে বসেই কাজ করছেন। গানটি প্রসঙ্গে গীতিকবি জামাল হোসেন বলেন,‘ সত্যি বলতে কী জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে করোনা নিয়ে এরইমধ্যে বেশকিছু গান করা হয়েছে। আমার নিজের লেখা করোনা নিয়ে আরেকটি গার এরইমধ্যে প্রকাশিত হয়েছে। তাতে আসিফ আকবর’সহ মুহিন খানের সুর সঙ্গীতে বেশ ক’জন সঙ্গীতশিল্পী কন্ঠ দিয়েছেন। হে হেমান হে রহীম প্রার্থনা সঙ্গীতটি মূলত আমাদের পাপ থেকে মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা বিষয়ক একটি সঙ্গীত। আমি যথাসাধ্য চেষ্টা করেছি গানটির মধ্যদিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবার। আমার বিশ্বাস গানটি সবার মনের মধ্যে এক অন্যরকম অনুভূতির জন্ম দিবে।’ বিন্দুকনা বলেন,‘ হে রহমান হে রহীম একটি সময়োপযোগী প্রার্থনা সঙ্গীত। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জামাল হোসেন ভাইয়ের প্রতি এমন একটি প্রার্থনা সঙ্গীত এই মুহূর্তে লেখার জন্য এবং আমাকে দিয়ে গাওয়ানোর জন্য। ইবরার টিপু ভীষণ আন্তরিকতা নিয়ে এমন একটি সুর করেছেন যা মানুষের মনকে নাড়া দিতে পারে। আমি আমার সাধ্যমতো সম্পূর্ণ আবেগ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি প্রার্থনা সঙ্গীতটি মানুষ তার নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে। করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের সবাইকে উদ্ধার করুন, বাংলাদেশ’সহ বিশ্ববাসীকে আল্লাহ ক্ষমা করে দিন।’ জামাল হোসেন জানান শিগগিরই এই প্রার্থনা সঙ্গীতটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এরইমধ্যে রঙ্গন মিউজিক’এ জামাল হোসেনের কথায় আসিফ, মুহিন , হৈমন্তী, রাজীবের গাওয়া ‘করোনা নিয়ে ‘আসবে বিজয়’ গানটি প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিন্দুকনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ