Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনন্য মামুনকে স্থায়ীভাবে বহিষ্কার পরিচালক সমিতির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:৪৭ পিএম
চলচ্চিত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পরিচালক অনন্য মামুনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে চলচ্চিত্রে পুলিশকে নিয়ে ‘অশালীন সংলাপের’ অভিযোগে পুলিশের করা মামলায় কারাগার থেকে মুক্তির এক সপ্তাহের মাথায় মামুনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালক সমিতি।
 
এর প্রতিক্রিয়ায় এক ফেসবুক স্ট্যাটাসে অনন্য মামুন বলেন, পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে সিনেমা বানাতে পারব না কথাটি সত্য নয়। পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে আমি পরিচালক সমিতির সুযোগ-সুবিধা পাব না। আমি পরিচালক সমিতিকে সম্মান করি; কিন্তু কিছু হিংসাপরায়ণ পরিচালককে নয়।
 
গত শনিবার কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
 
গুলজার গণমাধ্যমকে বলেন, ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে অশালীন সংলাপের মাধ্যমে অনন্য মামুন চলচ্চিত্র ও পরিচালকদের ভাবমুর্তি ক্ষুণ্ন করেছেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে স্থায়ীভাবে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
 
চলতি বছর আরও পাঁচটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন অনন্য মামুন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ