Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ মাসে করোনায় মৃত্যু ২০ লাখ ৩৯ হাজার ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১১:৩৮ এএম

প্রতিদিন বিশ্বে হাজার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। ইতোমধ্যে ১২ মাসে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।


বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি ছাড়াল ২০ লাখ ৩৯ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে আরও ৯ হাজারেরও বেশি মানুষ।

নতুনভাবে ৫ লাখ ৩১ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড- ১৯। সবমিলিয়ে মোট সংক্রমিত ৯ কোটি ৫৫ লাখের মতো। এদিন- যুক্তরাষ্ট্রেই দু’হাজারের মতো মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ৪ লাখের ওপর।

রোববার দ্বিতীয় সর্বোচ্চ ১২শ’র ওপর মানুষ মারা গেছেন মেক্সিকোতে। দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

এদিন, ব্রিটেনে- ৬৭১, ব্রাজিলে- ৫১৮, রাশিয়ায়- ৪৮১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

একদিনে তিন শতাধিক মানুষ মারা গেছে জার্মানি-কলোম্বিয়া ও ইতালিতে। ভারতে দৈনিক মৃত্যুহার কমে এলেও দেশটির মোট প্রাণহানি এক লাখ ৫২ হাজারের ওপর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ