রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে বকেয়া এক মাসের বেতন-ভাতার দাবিতে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। গতকাল সোমবার সকালে মহাসড়কের পাশে সাভার পৌর এলাকার জালেশ^র মহল্লায় ‘জালাল আহম্মেদ নিট কম্পোজিট লিমিটেড’ কারখানায় এ অসন্তোষের ঘটনা ঘটে। শিল্প পুলিশ-১ সাভার জোনের এএসআই মুকুল মোহন কুন্ড বলেন, জালাল আহম্মেদ নিট কম্পোজিট কারখানার প্রায় তিনশ শ্রমিক গত এক মাসের (মার্চ) বকেয়া বেতন-ভাতার দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ দেখায়। পরে মালিক পক্ষের থেকে কোন সাড়া না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী স্টান্ডের নিকটে অবরোধের চেষ্টা করলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের সড়িয়ে দেয়। তিনি বলেন, শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করছে। তাদের পাওনাদি পরিষোধ না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।