রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরে বাস্তবায়িত পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আইপিএম মডেল ইউনিয়ন করা হয়েছে।
এ বিশাল কর্মকান্ডে ২০টি কৃষক দলের মাধ্যমে ৫০০ জন কৃষক নিয়ে বিভিন্ন পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নানা রকমের বিশমুক্ত নিরাপদ সবজি উৎপাদিত হচ্ছে। ১০০ একর জমিতে টমেটো, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, খিরা, বাংগি, স্কোয়াশ চাষ হচ্ছে। কোথাও নেট হাউজ, হলুদ, আঠালো ফাঁদ, ফেরোমন ফাঁদ, জৈব বালাইন, এ সকল জমিতে কোন রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হচ্ছে না। দলভ‚ক্ত কৃষক এ প্রশিক্ষনসহ বীজ, জৈব স্যার, কেরোমন ফাঁদ, জৈব বালাইনাশক, হলুদ, আঠালো ফাঁদ ইত্যাদি পেয়ে খুশি।
এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা কৃষি অফিসার মো. সারোয়ার জামান ইনকিলাবকে জানান, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ১০টি উপজেলায় ১০টি ইউনিয়কে আইপিএম মডেল ইউনিয়ন হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।
এখানে ৫০০ জন কৃষককে ২০টি গ্রুপ বিভক্ত করে সমন্বিত বালাই ব্যস্থাপনার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করা হচ্ছে। কৃষক প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন আধুনিক জৈব প্রযুক্তি সম্পর্কে জানবে এবং নিরাপদ সবজি উৎপাদন করলে এখানে নিরাপদ সবজি বা খাদ্য বিষয়ে জনগণকেও সচেতন করা হচ্ছে। টামটা গ্রামের কৃষক তসলিম বলেন, আমার জমিতে একটি নেট হাউজ হয়েছে। সেখানে কোন ধরনের স্প্রে করিনি, নেটের মাধ্যমে থাকা ফুলকপি, খুব সুন্দর হবে। আগামীতে নেটে চাষ করলে ফসল উৎপাদন বাড়বে এবং দেখতে অনেক সুন্দর হবে। এভাবে আইপিএম পদ্ধতিতে সবজি চাষ করলে আমরা আশাবাদী কৃষকরা একদিন ভালো দাম পাবে এবং পর্যায়ক্রমে আইপিএম পদ্ধতি চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।