Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাইডেনের অভিষেকের আগেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প

শপথ ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

শুরু হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের কাউন্টডাউন। আগামী বুধবার শপথগ্রহণকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রস্তুতি। আবারও উগ্রপন্থি ট্রাম্প সমর্থকদের সহিংসতার আশঙ্কা থাকায় যুক্তরাষ্ট্রজুড়ে বিপুল সেনা মোতায়েনসহ নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। শপথ অনুষ্ঠানে গাইবেন লেডি গাগা ও জেনিফার লোপেজ। সংবাদমাধ্যম সিএনএন এসব খবর জানিয়েছে। আসছে বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানস্থল ক্যাপিটল ভবন আঙিনায় রচনা করা হচ্ছে দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টনি। ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের হুমকি থাকায় বাইডেনের শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রজুড়ে স্মরণকালের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইরাক-আফগানিস্তানে মোতায়েন থাকা সেনার চেয়েও বেশি সংখ্যক বিভিন্ন বাহিনীর সদস্য এখন পাহারা দিচ্ছে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ অঙ্গরাজ্যগুলোর পার্লামেন্ট ভবন। সব গুরত্বপূর্ণ স্থাপনা ঘিরে রেখেছে ২১ হাজারের বেশি ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্য। ট্রাম্পের টালমাটাল রাজত্বের সমাপ্তি আর ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মাইক পেন্স বলেন, ‘নিয়মতান্ত্রিক ও নিরাপদ ক্ষমতা হস্তান্তরে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য এবং জনগণের ভোটাধিকারের মর্যাদা সমুন্নত রাখতে জো বাইডেন এবং কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান কাজ।’ ক্যাপিটল ভবনে তান্ডবের পর ধরপাকড় অব্যাহত রেখেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। উগ্রপন্থিদের কড়া বার্তা দিয়েছেন সংস্থাটির প্রধান। এফবিআইর পরিচালক ক্রিস রে বলেন, ‘যারা আবারো সহিংসতার ইচ্ছাপোষণ করছেন, আগের অপরাধীদের পরিণতির কথা মাথায় রাখবেন। এফবিআইর হাত থেকে কোনো উগ্রপন্থিই রেহাই পায়নি। শপথ অনুষ্ঠান বানচালের অপচেষ্টা রুখে দিতে আগ্রাসী ভূমিকায় থাকবে এফবিআই।’ বাইডেনের শপথগ্রহণের আগে লকডাউন থাকবে গোটা ওয়াশিংটন ডিসি। মহামারির কারণে আগের মতো জাঁকজমকপ‚র্ণ হচ্ছে না বাইডেনের অভিষেক। বাতিল করা হয়েছে ঐতিহ্যবাহী প্যারেড অনুষ্ঠান ও মহড়া। সীমিত অনুষ্ঠানে প্রথমবারের মতো কবিতা পাঠ করবেন কবি আমান্ডা গোরম্যান। জাতীয় সঙ্গীত শোনা যাবে জনপ্রিয় গায়িকা লেডি গাগার কণ্ঠে। সুরের মুর্ছনায় মাতাবেন আরেক বিখ্যাত শিল্পী জেনিফার লোপেজ। অন্যদিকে, তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি শুরু করেছে সিনেটে অভিশংসনের মুখে থাকা বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের। তবে বাইডেনের আনুষ্ঠানিক অভিষেকের আগেই হোয়াইট হাউজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু হোয়াইট হাউজ নয়; রাজধানী ওয়াশিংটনও ছেড়ে যাবেন তিনি। এরইমধ্যে নিজের ঘনিষ্ঠদের এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বাইডেনের শপথ গ্রহণের দিন অর্থাৎ আগামী বুধবার সকালে হোয়াইট হাউজ ত্যাগ করবেন ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে না থাকার কথা অবশ্য আগেই জানিয়েছিলেন ট্রাম্প। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগেই ওয়াশিংটন ছেড়ে যাবেন তিনি। সিএনএন, রয়টার্স, আল-জাজিরা।



 

Show all comments
  • Mustafizur Rahman Ansari ১৭ জানুয়ারি, ২০২১, ১:৫৮ এএম says : 0
    Good Decision
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াইট-হাউস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ