Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএলএসআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন কোকাকোলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ইন্টারন্যাশনাল লাইফ সায়েন্স ইনস্টিটিউটের (আইএলএসআই) সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতাপ‚র্ণ সম্পর্ক ছিন্ন করেছে কোকাকোলা। চিনি ব্যবহারে উৎসাহমূলক গবেষণা ও নীতিমালার জন্য পরিচিত শক্তিশালী এ খাদ্য সংস্থার জন্য এটি একটি বড় আঘাত। চলতি মাসে বৈশ্বিক, আঞ্চলিক ও দেশীয় পর্যায়ে খাদ্য সংস্থাটির সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়েছে মার্কিন পানীয় জায়ান্ট। কোকাকোলা জানিয়েছে, রুটিন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যসচেতন গ্রাহকরা প্রতিনিয়ত চিনিযুক্ত পানীয় থেকে মুখ ফিরিয়ে নেয়ার এ সময়ে আইএলএসআইয়ের জন্য এ প্রস্থান বড় এক ধাক্কা। কোকের সাবেক একজন নির্বাহীর হাতে প্রতিষ্ঠিত অলাভজনক এ সংস্থায় এখনো পেপসিকো ইনক ও কেলোগ কোয়ের মতো সংস্থা গ্রাহক হিসেবে তালিকাভুক্ত রয়েছে। তবে কোক তাদের অন্যতম সমর্থক ও আর্থিক সহায়তাকারী ছিল। আইএলএসআইয়ের সদস্যপদের তালিকাটি আপ টু ডেট কিনা, তা নিয়ে কোনো পক্ষের মন্তব্য পাওয়া যায়নি। সা¤প্রতিক বছরগুলোয় আইএলএসআই বিশ্বজুড়ে সরকারি স্বাস্থ্য ও পুষ্টি নীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে তার ভ‚মিকার জন্য সমালোচিত হয়েছে। এ ভ‚মিকার জন্য কিছু বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ আইএলএসআইকে তার করপোরেট গ্রাহকদের অ্যাডভোকেসি গ্রুপ হিসেবে আখ্যায়িত করেছে। ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএলএসআই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ