মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্টারন্যাশনাল লাইফ সায়েন্স ইনস্টিটিউটের (আইএলএসআই) সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতাপ‚র্ণ সম্পর্ক ছিন্ন করেছে কোকাকোলা। চিনি ব্যবহারে উৎসাহমূলক গবেষণা ও নীতিমালার জন্য পরিচিত শক্তিশালী এ খাদ্য সংস্থার জন্য এটি একটি বড় আঘাত। চলতি মাসে বৈশ্বিক, আঞ্চলিক ও দেশীয় পর্যায়ে খাদ্য সংস্থাটির সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়েছে মার্কিন পানীয় জায়ান্ট। কোকাকোলা জানিয়েছে, রুটিন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যসচেতন গ্রাহকরা প্রতিনিয়ত চিনিযুক্ত পানীয় থেকে মুখ ফিরিয়ে নেয়ার এ সময়ে আইএলএসআইয়ের জন্য এ প্রস্থান বড় এক ধাক্কা। কোকের সাবেক একজন নির্বাহীর হাতে প্রতিষ্ঠিত অলাভজনক এ সংস্থায় এখনো পেপসিকো ইনক ও কেলোগ কোয়ের মতো সংস্থা গ্রাহক হিসেবে তালিকাভুক্ত রয়েছে। তবে কোক তাদের অন্যতম সমর্থক ও আর্থিক সহায়তাকারী ছিল। আইএলএসআইয়ের সদস্যপদের তালিকাটি আপ টু ডেট কিনা, তা নিয়ে কোনো পক্ষের মন্তব্য পাওয়া যায়নি। সা¤প্রতিক বছরগুলোয় আইএলএসআই বিশ্বজুড়ে সরকারি স্বাস্থ্য ও পুষ্টি নীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে তার ভ‚মিকার জন্য সমালোচিত হয়েছে। এ ভ‚মিকার জন্য কিছু বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ আইএলএসআইকে তার করপোরেট গ্রাহকদের অ্যাডভোকেসি গ্রুপ হিসেবে আখ্যায়িত করেছে। ব্লুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।