Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া-যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মুক্ত আকাশ বিষয়ক চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে রাশিয়া। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সামরিক সম্পর্ক বা সামরিক উত্তেজনা আরও তীব্র হবে। নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, এর ফলে শুধু যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার উত্তেজনা তীব্রতর হবে এমন না। এই উত্তেজনা তীব্রতর হবে ইউরোপের সাথে। এ ঘটনা এমন এক সময়ে ঘটতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তার ক্ষমতা গ্রহণের আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি। এর ফলে যে ঘটনা ঘটবে তা হলো, রাশিয়ার সাথে এই চুক্তিটি বহাল রাখতে গেলে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে নতুন করে সমঝোতায় আসতে হবে। ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তির নাম হচ্ছে ‘ওপেন স্কাইজ ট্রিটি’। উল্লেখ্য এই চুক্তিটি করা হয়েছিল ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের সীমিত ব্যবহারের জন্য। কারণ তাদের রয়েছে গোয়েন্দা স্যাটেলাইটের বড় একটি নেটওয়ার্ক। চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তাদের সীমান্তে রাশিয়ার সেনাদের মুভমেন্ট অথবা তাদের চলাচলের দিকে দৃষ্টি রাখতে পারে। এখানে উল্লেখ করার বিষয় হলো গত বছর চুক্তি থেকে বেরিয়ে যান বর্তমান বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ধারণা করেছিলেন যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নিলে পুতিন নতুন করে চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করবেন এবং তারা সমঝোতার দিকে অগ্রসর হবেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেটা করেননি। নিউইয়র্ক টাইমস বলছে- এর ফলে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনের পক্ষে রাশিয়ার সাথে নতুন করে চুক্তি সম্পাদন করা বেশ কঠিন হয়ে পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প যে নিয়ন্ত্রণ এবং সামরিক নজরদারির বিষয়গুলো প্রত্যাখ্যান করেছেন সেটা উল্টে দেয়া অথবা তার বিপরীতে যাওয়া জো বাইডেন প্রশাসনের জন্য বেশ কঠিন হবে। নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ