Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ.আফ্রিকা সিরিজের জন্য ‘প্রস্তুত’ বাবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:২৩ এএম

বৃদ্ধাঙ্গুলির চোটে নিউজিল্যান্ড সফরে ছিলেন দর্শক হয়ে। সেখান থেকে পুরোপুরি সেরে উঠে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুত পাকিস্তান অধিনায়ক বাবর আজম। জানালেন, সিরিজটির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো দল।

নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট। ১১ ফেব্রæয়ারি শুরু টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ দুটি সামনে রেখে অনুশীলন শুরু করেছেন বাবর। তারই ফাঁকে লাহোরে সংবাদ সম্মেলনে জানালেন, নিউ জিল্যান্ড সফরে খেলতে না পারার হতাশার কথাও, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো খেলতে না পারা ছিল হতাশার। কারণ আমাকে দলের প্রয়োজন ছিল। যাই হোক, এখন আমি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যে প্রস্তুত এবং আমাকে আমার ভ‚মিকায় দেখতে পাবেন। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর আমি অনুশীলনও শুরু করেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি নিয়ে পুরো দল অধীর আগ্রহে অপেক্ষা করছে। দক্ষিণ আফ্রিকা একটি মানসম্পন্ন দল এবং আমাদের জন্য সিরিজটি খুবই গুরুত্বপ‚র্ণ।’

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিল পাকিস্তানের বোলিং বিভাগ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় সফরকারীরা, টি-টোয়েন্টি সিরিজ হারে ২-১ ব্যবধানে। এরপরও বাবর দলে বড় পরিবর্তনের বিপক্ষে। নিউ জিল্যান্ড সফরের বোলিং লাইন-আপের ওপরেই আস্থা রাখতে চান তিনি, ‘কঠিন সময়ে দলের পাশে থাকাটা গুরুত্বপ‚র্ণ। আমাদের বোলারদের ওপর আমার পুরো আস্থা রয়েছে এবং আমি নিশ্চিত আসছে সিরিজে তারা আরও ভালো পারফর্ম করবে। নতুন প্রধান নির্বাচকের সঙ্গে এখনও আমার দেখা হয়নি। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে আলোচনার পর আমরা দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যে দল ঠিক করব।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ