Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লাইওভারে দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১০:৩০ পিএম

রাজধানীর জিল্লুর রহমান ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণ (২৫) নিহত হয়েছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, গতকাল সকালে ক্যান্টনমেন্ট থানার এএসআই হারুন উর রশিদ ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার মৃত্যু হয়।
ক্যান্টনমেন্ট থানার এসআই জহির ইকবাল জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণের পরনে ছিল জিন্সের প্যান্ট ও খয়েরি রঙের ফুলহাতা গেঞ্জি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লাইওভার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ