Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার চট্টগ্রাম বন্দর ফ্লাইওভারে ফাটল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

বহদ্দারহাট ফ্লাইওভারের পর এবার চট্টগ্রাম বন্দরের টোল রোডের ফ্লাইওভারটির পিলারে ফাটল দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সড়ক ও জনপথ বিভাগের উচ্চ পর্যায়ের একটি টিম ফাটলের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। তবে তারা বলছেন ফ্লাইওভারটিতে ফাটল দেখা দিলেও তা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। যে ফাটল তৈরি হয়েছে তা সংস্কারযোগ্য এবং এটি সংস্কার করার সক্ষমতা সড়ক ও জনপথ বিভাগের রয়েছে। বিমানবন্দর সড়ককে যানবাহনের চাপ কমাতে চট্টগ্রাম বন্দরে সাথে টোল রোডের সংযোগ ঘটানোর লক্ষ্য নিয়ে বছর দশেক আগে নির্মাণ করা হয় বন্দর টোল রোড ফ্লাইওভার। চট্টগ্রামের প্রথম ওই ফ্লাইওভার ব্যবহার করে নিউমুরিং কন্টেনার টার্মিনাল এবং চিটাগাং কন্টেনার টার্মিনালের লাখ লাখ টিইইউএস কন্টেনার নির্ঝঞ্জাটে পরিবাহিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভারটির সল্টগোলা ক্রসিং এলাকার পিলারে একটি ফাটল দেখা দেয়। সম্প্রতি এই ফাটলটি স্থানীয়দের চোখে পড়লে আতঙ্ক তৈরি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লাইওভারে ফাটল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ