Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বোকামি ও দুর্ব্যবহারে বিশ্বে এক নম্বর উত্তর কোরিয়া : কিমের বোন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ২:০৮ পিএম

দক্ষিণ কোরিয়ার উপর বেশ চটেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমের বোন কিম ইয়ো জং। তিনি বোকামি এবং দুর্ব্যবহারের ক্ষেত্রে বিশ্বে এক নম্বর বলেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারাদের।তিনি আরও বলেন, আমরা রাজধানীতে কেবল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছি। কাউকে লক্ষ্যবস্তু করে কুচকাওয়াজ হচ্ছে না। অথবা সামরিক অনুশীলন হচ্ছে না।তিনি দক্ষিণ কোরিয়ার আচরণকে কাণ্ডজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন।-সিএনএন
জানা গেছে, উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সামরিক কুচকাওয়াজ নিয়ে নজরদারি করায় দক্ষিণ কোরিয়াকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে কিমের বোন একথা বলেন। এর আগে, গত সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিম ইল সাং স্কয়ারে ক্ষমতাসীন দল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে বলে দাবি করে।এমন দাবি প্রকাশ্যে আসতেই দক্ষিণ কোরিয়ার খেপে যান কিমের বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং।

 



 

Show all comments
  • Saydur Rohman ১৪ জানুয়ারি, ২০২১, ৪:৪৪ পিএম says : 0
    এত ভুল শিরোনাম!! ছি!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ