গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুসলিম লীগের অষ্টম জাতীয় কাউন্সিল অধিবেশনের ক্ষমতাবলে দলের ১১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেছেন দলীয় সভাপতি জুবেদা কাদের চৌধুরী এবং মহাসচিব আলহাজ্ব কাজী আবুল খায়ের। ঘোষিত কমিটিতে অন্যান্য উল্লেখযোগ্য সদস্য হচ্ছেনÑস্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য সুনামগঞ্জের সাবেক এমপি অ্যাডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজা, নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, অ্যাডভোকেট লোকমান হোসেন, অধ্যাপক আবদুল মোতালিব আখন্দ, অধ্যাপক কারামত ফরাজি, এসআই চৌধুরী, ওয়াজির আলী মোড়ল এবং আব্দুর রশিদ খান চৌধুরী।
স্ট্যান্ডিং কমিটির সদস্যÑমাকসুদুর রহমান চৌধুরী, নবী চৌধুরী, আনোয়ার হোসেন আবুড়ী, শেখ আশফাক ও অ্যাডভোকেট ফকির জসিম উদ্দিন। অতিরিক্ত মহাসচিবÑহাসান সালাম সেলিম, মুর্তজা আলী চৌধুরী, আকবর হোসেন পাঠান ও মোঃ কুদরতউল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদকÑএসএআই মিলন, শেখ এ কাইয়ূম ও এসএইচ খান আসাদ, কোষাধ্যক্ষÑশহুদুল হক ভূঁইয়া, প্রচার সম্পাদক- শেখ এ সবুর, দপ্তর সম্পাদকÑখোন্দকার জিল্লুর রহমান ও আবু বকর সিদ্দীক, মহিলা সম্পাদিকাÑডা. হাজেরা বেগম, আইন ও সংসদÑঅ্যাডভোকেট শামসুজ্জামান। আন্তর্জাতিক সম্পাদকÑশামসুন্নাহার নোমানী, সাহিত্য সম্পাদকÑশহিদুল্লাহ খালাশী, শ্রম-ইঞ্জি. ওসমান গনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদকÑকাজী এএ কাফী, প্রকাশনাÑঅ্যাডভোকেট জসিমউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদকÑঅ্যাডভোকেট হাবিবুর রহমান, শিল্প ও বাণিজ্যÑফারুক আহমেদ মিঠু, যুব ও ক্রীড়াÑমোঃ ওয়াহিদুজ্জামান, স্বাস্থ্যÑডা. মোসাদ্দেক ইয়াজদানী, ধর্ম-মুফতি আবুল কালাম আজাদ, কৃষিÑঅ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, শিক্ষা-অধ্যাপক জাকির এবং ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক-আলেয়া আক্তার আলো এবং প্রমুখ। নির্বাহী সদস্য প্রবীণ মুসলিম লীগ নেতা বাগেরহাটের সাবেক এমপি অধ্যাপক খলিলুর রহমানসহ আরও ৭১ জন নির্বাহী সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।