গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আতাউল্লাহ সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তি দূরীকরণে প্রতিটি মানুষের জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কুরআন ও সুন্নাহর সহীহ দীক্ষা পেলে সমাজে কোন মানুষ সন্ত্রাসী করবে না। জঙ্গিবাদী কর্মকাÐে লিপ্ত হবে না। মাদকের ঘৃণ্য থাবায় নষ্ট হবে না। ইতিহাস সাক্ষী আল্লাহর রাসুল (সা.) কুরআনী শিক্ষা ব্যবস্থা যা মুহাম্মদ (সা.)কে দিয়ে পাঠানো হয়েছিল। তা প্রয়োগের তিনি আইয়্যামে জাহিলিয়্যাতের বর্বর জাতিকে সোনালী জাতিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন।
তিনি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রাইমারী স্তর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। মুসলিম প্রধান দেশ হিসেবে দেশ ও জাতির স্বার্থে সরকারকেই ইসলামি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে কাজ করতে হবে।
গতকাল ২৫ আগস্ট, বৃহস্পতিবার, রাত ৯ টায় রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়ায় ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তি দূরীকরণে ইমাম-খতীব ও ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামিয় নুরিয়ার শিক্ষাসচিব, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা খন্দকার মুসতাক আহমাদ, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা সুলতান মহিউদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।