Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপেক্ষমাণ হজযাত্রীর কোটা বরাদ্দে লাগাতার ধর্মঘট আজ

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অপেক্ষমাণ প্রায় ২০ হাজার হজযাত্রীর নতুন কোটা বরাদ্দ প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনার লক্ষ্যে হাব সমন্বয় পরিষদের উদ্যোগে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এহরামের কাপড় নিয়ে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবে। এ কর্মসূচি সফল করার জন্য গতকাল শুক্রবার বিকেলে ২৯ টয়েনবী সার্কুলার রোড দৈনিক বাংলার মোড়স্থ সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহŸায়ক আলহাজ রুহুল আমিন মিন্টুর সভাপতিত্বে এতে অপেক্ষমাণ হজযাত্রীদের নতুন কোটা প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আওয়ামী লীগ নেতা রেজাউল করিম উজ্জ্বল, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ল²ীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ গোলাম ফারুক, হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, মাওলানা যাকারিয়া, ক্বারী গোলাম মোস্তফা, আলহাজ নাজমুল হক, অধ্যাপক মঈনদ্দিন, আলহাজ শহিদুল্লাহ খান, মাওলানা আব্দুল হালিম বারি। সভায় সকল কোটা বঞ্চিত হজ এজেন্সির মালিক-প্রতিনিধি ও প্রাক নিবন্ধিত হজযাত্রীদের কর্মসূচি সফল করার জন্য উপস্থিত হবার জন্য অনুরোধ জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপেক্ষমাণ হজযাত্রীর কোটা বরাদ্দে লাগাতার ধর্মঘট আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ