নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : সামান্য ছুঁতোয়, অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্যুরিজমের একটি সতর্কবার্তায় গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। একই অজুহাতে এ বছরের জানুয়ারী-ফেব্রæয়ারীতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও দল প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার পদাঙ্ক অনুসরণ করছে না ইংল্যান্ড। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে সশস্ত্র জঙ্গি হামলায় ১৮ বিদেশী এবং ২ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে যে শঙ্কার আলামত ছিল, সে শঙ্কা কেটে গেছে। ইংল্যান্ডের প্রভাবশালী দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত সংবাদে বিমানবন্দর থেকে টিম হোটেল এবং টিম হোটেল থেকে ভেন্যুতে সড়কপথের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগের কথা বলা হয়েছিল, সেই উৎকণ্ঠা কেটে গেছে। বরং গত ১৭ থেকে ২০ আগস্ট ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিসি) তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল (প্রধান নিরাপত্তা উপদেস্টা রেগ ডিকাসন, ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর জন কার এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সিইও ডেভিল লেদারডেইল) ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সম্ভাব্যতা যাচাই করতে বিমানবন্দর থেকে টিম হোটেল, ম্যাচ এবং অনুশীলন ভেন্যুগুলো পরিদর্শন করে, বিসিবি ও বাংলাদেশ সরকারের নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত জেনে যে রিপোর্ট দিয়েছেন, ওই রিপোর্টে বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগের কিছুই নেই। সেই রিপোর্ট পর্যালোচনা করে গতকাল ইংল্যান্ড ক্রিকেট দলের সবার মতামত নিয়ে যথাসময়ে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরের গ্রীন সিগন্যাল দিয়েছে ইসিবি। উদ্বেগ উৎকণ্ঠার অবসান করে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দল আসছে বাংলাদেশ সফরে।
গতকাল রাতে টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক, ওয়ানডে অধিনায়ক মরগান, ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস এবং ইসিবি’র সিইও হ্যারিসনকে আসন্ন বাংলাদেশ সফরকালে ইংল্যান্ড ক্রিকেট দলকে যে নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে, তার বিস্তারিত তুলে ধরেন ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেস্টা রেগ ডিকাসন। ওই আলোচনার পরই বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার এবং বর্তমানে ইসিবি’র পরিচালক অ্যান্ড্রু স্টাউসÑ‘বাংলাদেশে ইংল্যান্ডের সফর পরিকল্পনা অনুযায়ী এগোবে। খেলোয়াড় ও ব্যবস্থাপনা দলের নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। আমরা ঝুঁকির বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়েছি। বর্তমান অবস্থা ও নিরাপত্তার পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের অবহিত করানো হয়েছে। ইসিবি এবং পিসিএ আমাদের যে পরামর্শ ও সমর্থন দিয়েছে, তাতে আমরা পুরোপুরি আস্থাশীল। আমরা সিরিজের শেষ পর্যন্ত পরিস্থতি গভীরভাবে পর্যবেক্ষণ করব।’
কারো উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পক্ষে নন বলে খেলোয়াড়দের সবার ব্যক্তিগত মতামত জানতে চেয়েছিলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইউয়ান মরগান। সেই মতামতটা নিয়েই বাংলাদেশ সফরের গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্ট্রাউসÑ‘ আজ (গতকাল) রাতে আমরা খেলোয়াড় ও ব্যবস্থাপনা দলের সাথে উন্মুক্ত আলোচনা করেছি। তারা অনেক প্রশ্ন করেছেন। সব কিছু পরিষ্কারভাবে জানতে চেয়েছে। তারা নিশ্চয়তা চাইছেন, এটা আমরা অনুধাবন করেছি। তাই আমরাও চাইব পুরো বিষয়টাই তাদের সামনে পরিষ্কার রাখতে। এই গ্রীষ্মের আন্তর্জাতিক ম্যাচগুলোর পরই (পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর) দল নির্বাচন করা হবে।’
উৎকণ্ঠার অবসান হয়ে ইংল্যান্ড ক্রিকেট দল যথাসময়ে বাংলাদেশ সফরে আসবে বলে মিডিয়ায় জানিয়ে দেয়ায় ইসিবিকে ধন্যবাদ দিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ‘আমরা ইসিবিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি বংলাদেশ সরকার ও সরকারের অন্যান্য সব প্রতিষ্ঠানকে, যারা ইংল্যান্ডের সফরকে কেন্দ্র করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইসিবি ইংল্যান্ড দলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তুতি ও নিশ্চয়তার ভিত্তিতেই ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। ইসিবি আমাদের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা রেখেছে। আশা করি, বাংলাদেশ সরকার ও সংশিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে ইংল্যান্ডের সফর সুন্দর ও সফলভাবে শেষ করতে পারবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।