মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের পর এবার বন্ধ করে দেয়া হলো বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেলও। মঙ্গলবার সাময়িকভাবে ট্রাম্পের ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেয় গুগল কর্তৃপক্ষ।
চ্যানেল বন্ধের পাশাপাশি নিয়ম ভেঙে সন্ত্রাসবাদকে উসকে দেয়ার অভিযোগে তার একটি ভিডিও পর্যন্ত সরিয়ে দিয়া হয়েছে। ইউটিউব কর্তৃপক্ষ বিবৃতির মাধ্যমে জানায়, সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে আপলোড করা নতুন ভিডিয়ো সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি চ্যানেলটিতে সাময়িকভাবে নতুন কোনো কিছু আপলোড করা যাবে না। উল্লেখ্য, নিষেধাজ্ঞা অন্তত আগামী সাত দিন বহাল থাকবে বলে জানা গেছে। সূত্র : সিএনএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।