Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিফরেন্ট স্ট্রোকস : মানবতা

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

‘সবার উপর মানুষ সত্য’- মানবতার এই চিরন্তন প্রবাদটিকে আরো একবার প্রমাণ করলেন রিও অলিম্পিকে পোল্যান্ডের পিটর মালাচোকসি। ক্যান্সারে আক্রান্ত তিন বছরের অনাতœীয় এক দরিদ্র শিশুকে বাঁচাতে রিও অলিম্পিকে নিজের সর্বোচ্চ অর্জন পদকটিকেই নিলামে বিক্রি করে দিতে যাচ্ছেন এই পোলিশ ‘ডিস্ক থ্রোয়ার’! দুই বছর ধরে চোখের ক্যান্সার ওলেকের। নিউ ইয়ার্কের চিকিৎসাই তার একমাত্র আশা। ওলেকের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা যাচ্ছিলো না। তাই পিটর প্রতিশ্রæতি দিয়েছিলেন, যদি অলিম্পিকে পদক জেতেন, সেটা দিয়ে দেবেন ওলেকের চিকিৎসার জন্য। অবশেষে প্রতিশ্রæতি রাখতে যাচ্ছেন এই পোলিশ অ্যাথলেট। নিলামের ঘোষণা দেওয়ার পরপরই ব্যাপক সাড়া পেয়েছেন পিটর। তবে তা কিনেছেন, ডমিনিকা এবং সেবাস্তিয়ান কুলজিক দম্পতি। সবমিলিয়ে ৪.১ বিলিয়ন মার্কিন ডলারে এই রোপ্যপদকটি কিনে নিয়েছেন তারা। এ প্রসঙ্গে পিটরের ভাষ্য, ‘আমরা সবাই মিলে প্রমাণ করেছিলাম, একসঙ্গে থাকলে অলৌকিক কিছুও করা সম্ভব। গেল এক সপ্তাহ আগে আমার এই মেডেলটির যে মূল্যে ছিলো, আজ তা অমূল্য। কারণ, এটি ছোট্ট ওলেকের জীবন বাঁচাবে। এটাই আমাদের সবচেয়ে বড় পদক’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিফরেন্ট স্ট্রোকস : মানবতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ