Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ মিলিয়ন ডলার দান নিয়ে জনি ডেপের মন্তব্যের জবাব দিলেন অ্যাম্বার হার্ডের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অভিনেত্রী অ্যাম্বার হার্ড দাবি করেছেন জনি ডেপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ক্ষতিপূরণ বাবদ পাওয়া ৭ মিলিয়ন ডলারের পুরোটা তিনি দান করে দিয়েছেন। এমনই বলেছিলেন তিনি ২০১৬তে। তবে ডেপের শিবির দাবি করেছে এমন কিছু ঘটেনি। তার আইনজীবীরা এখন এক ট্যাবলয়েডে তাকে ‘স্ত্রী নির্যাতনকারী’ উল্লেখ করায় তাদের বিরুদ্ধে তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। হার্ডের আইনজীবী এলেইন ব্রেডেহফ্ট জানিয়েছেন হার্ড যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন লস অ্যাঞ্জেলেস শিশু হাসপাতাল এবং সিভিল লিবার্টিজ ইউনিয়নকে ৭ মিলিয়ন ডলার দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি এখনও পূরণ করেননি। “অ্যাম্বারকে সাত অংকের দান করতে হবে প্রতিশ্রুতি মত, তার সেই প্রতিশ্রুতি পূরণ করা বাকি আছে,”ব্রেডেলহফ্ট বলেন। “অবশ্য, মি. ডেপ তার বিরুদ্ধে একটি মামলা করেছেন বলেই তিনি এই বিলম্ব করেছেন, তার বিরুদ্ধে মি. ডেপের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে লড়তে তাকে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। ব্রেডেহফ্ট আরও বলেন : “যুক্তরাজ্যের আদালতের নজর অন্যদিকে ঘোরাতে মি. ডেপের দল মরিয়া হয়ে এসব কাহিনী তৈরি করে বোঝাতে চাইছে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেননি।” সম্প্রতি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ডেপের মামলা খারিজ হবার পর অভিনেতা ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রটি হারিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ