Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘ফ্যান্টাস্টিক বিস্টস’ থেকে বাদ পড়লেও পুরো সম্মানী পাবেন জনি ডেপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জনি ডেপকে ফ্যান্টাসি ড্রামা ‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর ভূমিকা দিতে ইস্তফা দেবার নির্দেশ দেয়া হয়েছে, তবে তিনি তার পুরো সম্মানী ১০ মিলিয়ন ডলার পেয়ে যাবেন প্রায় কোনও কাজ না করেই। উল্লেখ্য তিনি সিরিজের তৃতীয় চলচ্চিত্রের মাত্র একটি দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন। গত সপ্তাহে ডেপ জানান দ্য সান পত্রিকার সঙ্গে মামলায় হেরে যাবার পর তাকে সিরিজ থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে। পত্রিকার একটি প্রতিবেদনে তাকে ‘স্ত্রী নির্যাতনকারী’ উল্লেখ করায় ডেপ সেটির বিরুদ্ধে মামলা করেন। সূত্র জানিয়েছে, চুক্তি অনুযায়ী ওয়ার্নার ব্রাদার্সকে ডেপের পুরো সম্মানী পরিশোধ করতে হবে। সেপ্টেম্বরে লন্ডনে শুটিং শুরুর পর ডেপ ফিল্মটির একটি দৃশ্যেরই কাজ করেছেন। ‘পে অর প্লে’ চুক্তির অধীনে ডেপ কাজ করুন আর না করুন তাকে তার প্রাপ্য পুরোটা বুঝিয়ে দিতে হবে প্রযোজককে। ৫ নভেম্বর স্টুডিও লন্ডনে কর্মরত ইউনিটকে জানায় তারা ডেপকে মুক্তি দিচ্ছে। স্টুডিও তার চুক্তি বাতিল না করে তাকে ইস্তফা দিতে বলেছে। ডেপ সিরিজে ডার্ক উইজার্ড গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ডের ভূমিকায় অভিনয় করেছেন। সিরিজের দুটি ফিল্ম ১.৪ বিলিয়ন ডলার আয় করেছে। তৃতীয় পর্ব জুলাই ১৫, ২০২২ মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ