Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসিবিকে পাপনের ধন্যবাদ

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : হলি আর্টিজান রেস্টুরেন্টে সশস্ত্র জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে বিরূপ প্রভাবের শঙ্কাটা ছিল তীব্র। এ ক’দিন কি উৎকণ্ঠার মধ্যেই না কেটেছে বাংলাদেশের প্রতিটি মানুষের। তবে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচন উত্তর বিচ্ছিন্ন সহিংস ঘটনার প্রভাব পড়েনি সে বছরের মার্চ-এপ্রিলে টি-২০ বিশ্বকাপে, নিরাপদে সম্পন্ন হয়েছে এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই দু’টি মেগা আসরে ইংল্যান্ডের অংশগ্রহণে দলটির আসন্ন বাংলাদেশ সফর নিয়ে জটিলতার কিছুই দেখেননি, ছিলেন নির্ভার, গত পরশু ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা শুনে ক্রিকেট ঐতিহ্যের এই দেশটির বোর্ডকে দিয়েছেন ধন্যবাদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ ‘ইংল্যান্ডের সাথে আমাদের সাথে সব সময়ই ভালো সম্পর্ক ছিলো এখনও আছে। ধারণা ছিলো ইংল্যান্ড আসবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া যখন আসতে চায়নি, ইংল্যান্ড তখন তাদের টিম পাঠিয়েছে। ভারতেও একটা সিরিজ চলা অবস্থায় যখন হামলা হলো (মুম্বাই হামলা) তখনো তারা কিন্তু একেবারে চলে আসেনি, একটা টিম গেছে আরেকটা টিম সেখানে এসে খেলে গেছে। ওরা কখনই সন্ত্রাসের কাছে মাথা নত করে না। তাই ধন্যবাদ দিতে চাই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।’
গতকাল বিসিবি সভাপতির নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সিদ্ধান্তকে বিসিবি’র ক্রিকেট কুটনীতির বিজয় দেখছেন পাপনÑ ‘যেখানে গিয়েছি, সবাই একটাই প্রশ্ন করেছে আমাকে, ইংল্যান্ড আসবে তো? বাংলাদেশের ১৬ কোটি মানুষ দোয়া করেছে। পৃথিবীর কোনও দেশই কিন্তু নিরাপদ নয়। তাই ইংল্যান্ড ক্রিকেট দলকে যে মানের নিরাপত্তা পরিকল্পনা দেয়া হবে বলে জানানো হয়েছে, পৃথিবীতে আর কেউই এমন নিরাপত্তা দিবে না। বাংলাদেশের সরকার তিন স্তরের যে নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে তার চেয়েও অনেক বেশি নিরাপত্তা পাওয়া যাবে। ক্রিকেট এখানে এমন একটা খেলা, ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি প্রধানমন্ত্রী নিজে তদারকি করেন। এটা কুটনীতিক সাফল্য।’
বাংলাদেশ সফরে যথাসময়ে আসবে ইংল্যান্ড, এই ঘোষণার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে ইসিবি। তারপরও শঙ্কার কিছুই দেখছেন নাÑ ‘ওরা (ইসিবি নিরাপত্তা প্রতিনিধি দল) এসে যা দেখে গেছে, এখানে ক্রিকেট খেলতে সমস্যার কিছু দেখেনি তারা। আমরা যে প্লানটা দিয়েছি সেই পরিকল্পনাকে তারা সেভ মনে করছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে তারা অন্য চিন্তা করতেও পারে। তবে আমরা কোন সমস্যর কিছু দেখছি না।’ এই সিরিজ সফলভাবে আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করছেন তিনিÑ ‘এই সিরিজটি ঠিকমতো আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। সফল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ভাবমর্যাদা বাড়িয়ে দেওয়া সম্ভব।’
শুধু ইংল্যান্ড ক্রিকেট দল এবং ইংল্যান্ড থেকে আসা মিডিয়াকেই নয়, ইংল্যান্ডের সমর্থক ‘বার্মি আর্মি’র নিরাপত্তার দায়িত্ব পর্যন্ত নিয়েছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতিÑ ‘ইংল্যান্ডের শুধু খেলোয়াড়াই নয়, ওদের পরিবার, রিপোর্টার, দর্শক যারা আসবে তাদের প্রত্যেকে নিরাপত্তা দেয়া হবে। কবে আসবে, কোথায় থাকবে সেটা জানায়, তাহলে ওদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মাঠের মধ্যে ওদের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা করে দেয়া হবে। ওদের সাপোটার্স একটা অ্যাসোসিয়েশন যোগাযোগ করেছে, আমি হাইকমিশনকে বলেছি, ওদের ভিসা যেন একমুহূর্তের জন্যও দেরি না হয়।’
বাংলাদেশ সফরকে সামনে রেখে ইসিবি’র তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল যে ব্রিফিং দিয়েছেন, সেই ব্রিফিংয়ের পর বাংলাদেশ সফরে আসবেন না বলে জানিয়েছেন ইংলিশ পেস বোলার স্টুয়ার্ট ব্রড। পূর্ণনিরাপত্তার নিশ্চয়তা পেয়েও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্রডের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইংল্যান্ডের দৈনিক ডেইলি মেইল। বাংলাদেশ সফরে ইংল্যান্ড স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করবেন ব্রড, এই সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুকও আসছেন না বাংলাদেশ সফরে। তবে তার কারণটি ভিন্ন। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নন, তার স্ত্রী সন্তান সম্ভাবা, দ্বিতীয় সন্তান ভুমিষ্ঠ হবার আগে অন্তসত্ত¡া স্ত্রী’র পাশে থাকতে চান বলে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহারের কথা ভাবছেন তিনি। বিষয়টিকে স্বাভাবিক দৃষ্টিতেই দেখছেন বিসিবি সভাপতিÑ ‘ওরা খেলোয়াড়দের জন্য বিষয়টি উন্মুক্ত রেখেছে। এখানে কারও যদি ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে ভিন্ন ব্যাপার। কোন একজন খেলোয়াড়ের আসা না আসা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করাটা কঠিন। হয়ত বাংলাদেশের কোনও খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ থাকলে এটা সম্ভব। তবে আমরা বলে দিতে পারি, তোমরা আসো এখানে। খেলার জন্য এটা নিরাপদ। এটা বলা ছাড়া তেমন কিছুই করার নেই। আমার ধারণা তাদের সেরা দল আসবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসিবিকে পাপনের ধন্যবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ