Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিক সরঞ্জাম ক্রয়ের তালিকা পেশ করা হবে

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আফগান সেনাপ্রধান ২৯ আগস্ট ভারত সফরে যাচ্ছেন
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের সেনাপ্রধান জেনারেল কাদাম শাহ শাহিম আগামী ২৯ আগস্ট ভারত সফরে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে আলোচনাক্রমে যে সামরিক সরঞ্জামের তালিকা তৈরি হয়েছে তা ভারতের কাছে তিনি পেশ করবেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলছে, আফগানিস্তানকে এমআই-২৫, সেনা ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য ছোট হেলিকপ্টার এবং সে দেশের বায়ুসেনাতে বিদ্যমান রুশ-নির্মিত বিমানের যন্ত্রাংশ সরবরাহ করতে পারে ভারত। এর আগে জঙ্গিদের মোকাবেলার কথা বলে আফগানিস্তানকে আরো বেশি পরিমাণে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে ভারত। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের খবরেও আফগানিস্তানকে ভারতের অস্ত্র দেয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ বছরে ভারত আফগানিস্তানকে ২ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য দিয়েছে। তবে বিপুল পরিমাণের এই সহায়তা প্রকল্পে অস্ত্র ছিল না। গত বছর ডিসেম্বরে নয়াদিল্লি আফগানিস্তানকে ৪টি বোমারু হেলিকপ্টার দেয়ার কথা ঘোষণা করে। এইসব সামরিক সরঞ্জাম প্রদানের ক্ষেত্রে ভারত কত অর্থ পাবে বা কতটা বিনামূল্যে দেয়া হবে তা এখনো স্পষ্ট নয়। কাবুলে তালিবান শাসনের অবসানের পর সেইবারই প্রথম আফগানিস্তানকে এ ধরনের সামরিক সরঞ্জাম প্রদানের ঘোষণা করা হয়। ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত শাইদা মহম্মদ আবদালি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে। তালিবান, ইসলামিক স্টেট এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর মোকাবিলার জন্য আফগানিস্তানের অস্ত্রের খুবই প্রয়োজন। তিনি আরো বলেছেন, চারটি হেলিকপ্টারের জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের আরো অনেক বেশি প্রয়োজন। বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতির দিকে এগিয়ে চলেছি, যা ভারতসহ এই অঞ্চলের প্রত্যেকের কাছেই উদ্বেগজনক। এইসব সামরিক সরঞ্জাম প্রদানের ক্ষেত্রে ভারত কত অর্থ পাবে বা কতটা বিনামূল্যে দেয়া হবে তা এখনো স্পষ্ট নয়। তবে ভারতের সঙ্গে আফগানিস্তানের এই ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা পাকিস্তানের আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে। এইসব সামরিক সরঞ্জাম প্রদানের ক্ষেত্রে ভারত কত অর্থ পাবে বা কতটা বিনামূল্যে দেয়া হবে তা এখনো স্পষ্ট নয়। সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যদিও তিনি পাকিস্তানে অস্থিরতা তৈরির বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, আমাদের আশা, পাকিস্তানে অস্থিরতা তৈরির জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করবে না ভারত। ডন, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সামরিক সরঞ্জাম ক্রয়ের তালিকা পেশ করা হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ