Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস-কুর্দি দমনে সিরিয়ায় ঢুকেছে আরো তুর্কি ট্যাংক

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএস-কুর্দি দমনে সিরিয়ায় ঢুকেছে আরো তুর্কি ট্যাংক। সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী শহর জারাবুলসের আশপাশের সীমান্ত এলাকা থেকে ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দিতে এবং কুর্দি বেসামরিক বাহিনীকে এই এলাকাগুলোর দখল নেয়া বন্ধ করতে সিরিয়ায় আরো তুর্কি ট্যাংক প্রবেশ করেছে। তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার আরো ৯টি ট্যাংক সীমান্ত অতিক্রম করে জারাবুলসে প্রবেশ করার পর সিরিয়ায় তুরস্কের মোট ট্যাংকের সংখ্যা ২০টিতে দাঁড়িয়েছে। প্রয়োজনে আরো ট্যাংক ও নির্মাণ যন্ত্রপাতি সিরিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। তুর্কি সীমান্তে আইএসের শেষ শক্তিকেন্দ্র জারাবলুসে বুধবার ইউফ্রেতিস শিল্ড অভিযান শুরু করে তুরস্ক। এর আওতায় সেখানে ট্যাংক ও যুদ্ধবিমান পাঠায় দেশটি। এই অভিযানে তুরস্কের বিশেষ বাহিনীগুলোর সমর্থনে তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরাও অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশ সিরিয়ায় এটি তুরস্কের প্রথম বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা।
গত বৃহস্পতিবার সকালে তুর্কি সীমান্তের একটি পাহাড় থেকে সীমান্তের ওপারে জারাবলুস শহরের ওপর কালো ধোঁয়ার কু-ুলি উঠতে এবং গোলাগুলির শব্দও শোনা গেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি ওয়াইপিজি বাহিনীর সাফল্যে সতর্ক হয়ে উঠেছে তুরস্ক। এই বাহিনীটিকে তুরস্কের ভেতর তিন দশক ধরে বিচ্ছিন্নতাবাদী লড়াই চালিয়ে আসা কুর্দি বিদ্রোহীদের বর্ধিত অংশ মনে করে আঙ্কারা। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস-কুর্দি দমনে সিরিয়ায় ঢুকেছে আরো তুর্কি ট্যাংক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ