Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের দিকে ৫০০ কিলোমিটার (৩১১ মাইল) পথ অতিক্রম করেছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন এই দেশটির প্রাযুক্তিক সক্ষমতার উন্নতি প্রদর্শিত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার প্রতি অবজ্ঞা দেখিয়ে উত্তর কোরিয়া সম্প্রতি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলছে। স্থানীয় সময় গত বুধবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে দেশটির উপকূলীয় শহর সিনপোর কাছে সাগরে থাকা সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার চিফ অব জয়েন্ট স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বার্তা সংস্থাকে জানিয়েছেন, উপগ্রহ থেকে তোলা ছবিতে সিনপোর কাছে একটি সাবমেরিন ঘাঁটি আছে বলে দেখা গেছে। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ জোন (এডিআইজেড) পর্যন্ত পৌঁছে যায়। এবারই প্রথমবারের মতো উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র জাপানি এডিআইএজেড এলাকায় গিয়ে পড়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদি সুগা। কেসিএনএ, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ